সঞ্চারী চট্টোপাধ‍্যায়,ফিচার রাইটার,কলকাতাঃ

 "ওগো কাজল নয়না হরিণী / তুমি দাও না গো দুটি আঁখি"
নারীর সৌন্দর্য্যের গোপন রহস‍্য লুকিয়ে আছে তার গভীর দুটি চোখে । সেকাল থেকে একাল , নারীর দুটি চোখ যে কত প্রেমিক হৃদয়কে নাম না জানিয়েও মন্দ করেছে তার হিসেব রাখা দায় । সেকালের কাজল থেকে একালের আইলাইনার , আইশ‍্যাডো , মাস্কারা ; নিজের চোখকে আরো মোহময়ী করে তুলতে নারীর চাহিদা অনুযায়ীই বেড়েছে উপকরণের সংখ‍্যা । তাই উৎসবের নাম যখন দূর্গাপুজো তখন যে বুদ্ধিদীপ্ত , গভীর চোখ বাঙালী মেয়ের রূপের প্রধান ইউ এস পি তাকে আরো খানিকটা আকর্ষণীয় করে তোলাই যে লক্ষ‍্য এ কথা বলার অপেক্ষা রাখে না । আজকের এই প্রতিবেদনে তাই আমরা আগত দূর্গাপুজোর স্পেশাল কিছু চোখের মেকাপ দেখে নেবো ।
1. এবছরে ঘন আঁখিপল্লব বা ডিপ আইল‍্যাশের বহু ব‍্যবহার আগত পুজোয় আমরা দেখতে চলেছি । এই স্টাইল করার জন‍্য মেয়েরা সাধারণ মাস্কারার বদলে ফাইবার মাস্কারা ব‍্যবহার করতে পারেন । এক্ষেত্রে প্রথমে ল‍্যাশ প্রাইমার ব‍্যবহার করে তার ওপর ফাইবার মাস্কারা ব‍্যবহার করলে আপনার চোখ হয়ে উঠবে মায়াবী , মোহময়ী ও নাটকীয়তায় ভরা ।
2. মেটালিক আইশ‍্যাডোর ব‍্যবহার গত বছরের পুজোর সবচেয়ে জনপ্রিয় ট্রেন্ড হয়েছিলো চোখের সাজের ক্ষেত্রে । মনে করা হচ্ছে এত সহজে এই ট্রেন্ড ফ‍্যাশন দুরস্ত মহিলাদের পছন্দের তালিকা থেকে যাবে না এবং এবছরেও রমরমিয়ে চোখসজ্জার এই ট্রেন্ড পুজো মাতাবে । বিভিন্ন ফ‍্যাশন কোম্পানি গতবছরের মতো এবছরেও বাজারে আনছে তাদের মেটালিক আইশ‍্যাডোর রকমারি শেডের বৈচিত্র‍্যময় কালেকশন । সেখান থেকে নিজের পছন্দমতো রঙের আইশ‍্যাডো বেছে নিয়ে হয়ে উঠুন অনন‍্যা ।
3. লাল , মেরুন , হলুদ , কমলা , গোলাপি এই রঙের আইশ‍্যাডোগুলির উপযুক্ত সংমিশ্রণে নিজের চোখেই এবার সূর্যাস্তের আভা ছড়িয়ে পড়ুক । উৎসবমুখর দিনগুলিতে জমকালো পোশাকের সাথে মানানসই সানসেট আই আপনার রূপে এনে দেবে কনে দেখা আলোর মাদকতা ।
4. স্মাজড আইলাইনার এবছরের অন‍্যতম নতুনত্ব একটি চোখসজ্জা । এতে আইলাইনারের সুস্পষ্ট রেখা দেখা যাবার বদলে আপনার চোখদুটিকে ঘিরে আচমকাই গভীর আঁধার ঘনাবে । যদিও এই ট্রেন্ড মূলত রক কনসার্টের জন‍্য মানানসই , তবু পার্ব্বণের দিনে কালো অথবা গাঢ় রঙের কোন পোশাকের সাথে এমন গভীর চোখের চাউনি হঠাৎই এলোমেলো করে দিতে পারে কোন প্রেমিক হৃদয় ।
5. ফেদার আইলাইনার এবছরেও পুজো ফ‍্যাশনে যথেষ্ট ইন । এই স্টাইলে চোখের উপর ও নিচের থেকে দুটি রেখা এসে মিলিত হয় চোখের শেষ প্রান্তে যা অনেকসময়ে ভ্রুর শেষপ্রান্ত পর্যন্তও টানা হয়ে থাকে । এতে বিশেষত চোখের উপরের অংশটিই নিচের অংশের চেয়েও বেশি লক্ষনীয় করে ফুটিয়ে তোলা হয় । 
6. স্মোকি আই গতবছর পুজোর ফ‍্যাশনে যথেষ্ট জনপ্রিয়তা অর্জনের পর আবারও এবছর পুজোর ফ‍্যাশনে ফিরে এসেছে স্বগৌরবে । ডিপ আইলাইনার এবং ঘন ধূসর রঙের আইশ‍্যাডোর উপযুক্ত টাচে আপনার চোখদুটি সম্পূর্ণভাবে হয়ে উঠবে স্মোকি ও আবেদনময় এবং আপনি হয়ে উঠবেন রহস‍্যাবৃতা মোহময়ী ।
6. চোখের সাজে কালো বা ধূসর ছাড়াও লাল , নীল , সবুজ এইরকম উৎসবের রঙে রঙিন উজ্জ্বল আইলাইনারও এবছর মহিলাদের মেকাপ বক্সে ঠাঁই পাচ্ছে ফ‍্যাশন ট্রেন্ড অনুযায়ী । 

তাহলে আর দেরি কিসের , নিজের চোখের জাদুতে হৃদয় হরণ করতে চটপট বেছে নিন পুজোর পাঁচ দিনে কোনদিন চোখকে কোন রূপে সাজিয়ে নিজেকে মোহময়ী করে তুলবেন , এবং সেই মতো পছন্দসই কোম্পানির কাজল , আইলাইনার , আইশ‍্যাডো , মাস্কারা দিয়ে আজই ভর্তি করুন আপনার মেকাপ বক্স ।


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours