সঞ্চারী চট্টোপাধ্যায়, ফিচার রাইটার, কলকাতা:

এ বছরের বাংলায় সবচেয়ে আলোচিত সিনেমা "পরিণীতা" দেখে ফেললাম । গল্পটা হালকা বাঁধা গতের হলেও অভিনয় মোটের ওপর ঠিকই আছে । রাজ চক্রবর্তীর সিনেমা যে হালকা চড়া দাগের হবে এটা মাথায় রেখে সিনেমা দেখতে বসলে সিনেমার অনেক ভুল ত্রুটি  ক্ষমা করে দেওয়া যায় । ডিটেলিং এ অনেক গন্ডগোল যে আছে সেটাও অনেকেই যারা দেখেছেন তারা লক্ষ‍্য করেছেন যেমন শুভশ্রীর ভাইটার হাইট , বয়স কিচ্ছু বাড়ে নি , ঋত্বিকের লুকটায় মোটেই ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট লাগছিলো না , তার চেয়েও বড় কথা কলেজ দেখালেই ছাত্র রাজনীতি করছে দেখানো জরুরি যেখানে নাকি ইঞ্জিনিয়ারিং কলেজ ? আর বাংলা অনার্সের মতো সাজগোজ করে ইঞ্জিনিয়ারিং এর ছেলেপুলেরা কলেজ যায় না এটা রাজ চক্রবর্তীকে কেউ বোঝাক ।

।তো এইসব ছোটখাটো খুঁটিনাটি বাদ দিলে ওভারল ভালই । শুভশ্রীর অভিনয়ের জায়গা ছিল , সুযোগ ছিল , পূর্ণমাত্রায় সদ্ব‍্যবহার করেছেন । আর গৌরবকে যেরকম ভিলেনের রোল দেওয়া হয়েছিলো মোটেই গৌরবকে অতটা খারাপ লাগে নি এবং সেই শয়তানির অভিনয়টাও ঠিকঠাক করতে পারেন নি গৌরব। তাছাড়া সেকেন্ড হাফ ফার্স্ট হাফের তুলনায় একটু তাড়াহুড়ো লাগলেও শেষ অবধি গোটাটা মিলিয়ে সিনেমাটা দাঁড়িয়ে গেছে বলাই যায় । তবে এ সিনেমার ম‍্যান অফ দ‍্য ম‍্যাচ নিঃসন্দেহে শুভশ্রী । নো মেকাপ লুকে , টুয়েলভের অষ্টাদশী থেকে শান্ত , স্থিতধী ঘরে বাইরে সামলানো কর্তব‍্যপরায়ন বাড়ির বড় মেয়ের যে ট্রান্সফরমেশন দুটোতেই তুখোড় এবং পরিণত অভিনয় করে শুভশ্রী তার জাত চেনালেন । ছবির গানগুলিও যথেষ্ট জনপ্রিয় হয়েছে এবং সেই সঙ্গে দীর্ঘদিন মনেও রাখার মতো । সব মিলিয়ে "পরিণীতা"কে দশে সাত দেওয়াই যায় ।






Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours