মাসুদ পথিক, জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্র পরিচালক ও কবি, বাংলাদেশ:
রিয়্যলি, আমার ব্যথা নিয়ে চলে গেছে লাল পিঁপড়ে
এখন আমি, ব্যথা ছাড়া কিকরে বাঁচবো?
সর্বহারা আমার ব্যথা ছাড়া অবশিষ্ট কিছু-যে নাই
আনন্দে আপ্লুত, আর কামাতুর এই সমাজকাঠামোয়
আমিও কি নই নিতান্তই ছা-পোষা, আত্মরতিমগ্ন অব্যয়!
ব্যথায় ছাওয়া কুঁড়েঘরে আমার বসতি, একান্ত সংসার
এইখানে, ঠিক এইঘরে আমাকে খেয়ে বমি করে গেছে
কিছু ক্ষুধার্ত প্রেয়সী
সো, আমি ব্যথা নিয়ে বেঁচে আছি বহুদিন
কিন্তু এখন, বর্ষণক্লান্ত বিকালে একী হলো কিছু লাল পিঁপড়ে
আমার হৃদপিণ্ডে ঢুকে গেলো, আর আমার সর্বস্ব
ব্যথা নিয়ে চলে গেলো গর্তে
আমি বসে আছি হালিকের পাড়ায় পাড়ায়
আর আমি ঘুরছি পিছু পিছু সময়ের দু'ধারায়
ঘুরছি শীতের সঞ্চয় হয়ে পিঁপড়ের পেটে পেটে,
কেননা আমি নিজেই ভোগ্যপণ্য ব্যথা
ব্যথিত এই বাজারে!
Post A Comment:
0 comments so far,add yours