বিনীতা সরকার, ফিচার রাইটার, রায়গঞ্জ: 
ঘর শুধু একটি আশ্রয় নয় l এটি আপনার প্রশান্তিরও স্থান বটে l ইংরেজিতে একটি সুন্দর কথা আছে - 'Home sweet home .' সত্যিই যেন তাই I ইহ জগত সংসারে বাড়ির মতো নিরাপদ ও শান্তি ঘেরা জায়গা আর কোথায় আছে?সুন্দর সাজানো গোছানো ঘর আপনার মনেও প্রশান্তি নিয়ে আসে l আপনার ঘর যেন আপনার মনের রঙে সাজানো একটি ক্যানভাস l ছোট, বড়, মাঝারি উপকরণে তাকে সুন্দর করে সাজিয়ে তোলা সম্ভব l কখনো রঙের আধিক্য, কখনো একদম সাদামাটা রঙের ব্যবহার।

মূলকথা আপনার মনের সৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটে সেখানে l তবে সাধ ও সাধ্য জীবনে অনেক কিছু নিয়ন্ত্রণ করে l ঘরটি পছন্দসই করে সাজাতেই খসে যাবে অনেক পয়সা l এখন ধরে নিতে পারেন, বাজেট কম থাকায় ঘরটি বুঝি আর মনের মতো করে সাজানো হবে না l এমন ধারণা একদমই কিন্তু ঠিক নয় l সামান্য কিছু বুদ্ধির প্রয়োগে স্বল্প খরচেই ঘর সাজিয়ে তুলতে পারেন l খুব সাদামাটার মাঝেও ঘরের পরিবেশ হয়ে ওঠতে পারে আকর্ষণীয় ও মোহনীয় l আপনার সাদামাটা ঘরটিও হয়ে উঠবে জমকালো l সেইসঙ্গে মিলবে আপনার রুচিশীলতার পরিচয় l চলুন জেনে নিই কিছু উপায়-----


কম খরচে দেয়াল সাজাতে ব্যবহার করতে পারেন ওয়ালপেপার l স্যান্ডস্টোন, টেরাকোটা, রাস্টিক টাইলস বা প্রাকৃতিক দৃশ্যের ওয়ালপেপার পাবেন বাজারে l ঘরের একটা দেয়ালে পছন্দমতো ওয়ালপেপার লাগিয়ে নিন l ঘরে কিছুটা বৈচিত্র আনতে একটা কর্ণার সাজাতে পারেন l অন্য একটি দেয়ালের সাজে ব্যবহার করতে পারেন গাছ, পটারি আর ল্যাম্পশেড দিয়ে, দেখবেন ঘরের চেহরাটাই পাল্টে গিয়েছে।

ঘর সাজাতে গাছের বিকল্প নেই l খরচও কম আবার চোখের শান্তি মেলে সবুজে l একটি কর্ণারে মাটির পটারিতে ছোট বড় বিভিন্ন আকৃতির ইন্ডোর প্লান্ট রাখতে পারেন l গাছের ফাঁকে ফাঁকে মাটির শো পিস দিন l একটা মাটির চাড়িতে জল দিয়ে কিছু কচুরিপানা আর অ্যাকুরিয়ামের মাছ ছেড়ে দিলেই পুরো পরিবেশটাই অন্যরকম লাগবে l এখন  শুধু দরকার একটি স্পটলাইট l ঘরটি নিজের কাছেই অচেনা আর মোহনীয় লাগবে।

কম খরচ ঘর সাজাতে দেশীয় উপকরনের জুড়ি নেই l এ ক্ষেত্রে ঘর সাজানোর ভালো উপকরণ হতে পারে বেতের সোফা l দামেও কম, পাওয়া যায় সহজে l ইচ্ছামতো ডিজাইন দিয়ে তৈরী করে নিতে পারেন বেতের আরো ফার্নিচারও l এগুলো কম দামে পেয়ে যাবেন l সোফার অপর পাশে যদি জায়গা থাকে তাহলে শীতল পাটি বিছিয়ে বসার জায়গা করে নিতে পারেন l পাটির ওপর একটি নকশিকাঁথা বিছিয়ে দিলেন, তাতে কয়েকটি কুশনও থাকতে পারে l ঘরের খালি দেয়ালে বাঁশের বেড়া ফ্রেম করে ঝুলিয়ে দিন তাতে রঙ করে আটকে দিতে পারেন বাঁশি, দোতারা ইত্যাদি l কর্ণারে একটি বাঁশের সেল্ফ করে তাতে বিভিন্ন শো পিস রাখুন l জানালার পর্দা,সোফা ও কুশনে উজ্জ্বল রঙ বেছে নিন l বাঁশের ল্যাম্পশেড আর মাটির পটারিতে কয়েকটি ইন্ডোর প্লান্ট দিয়েও কর্ণার সাজাতে পারেন l  হয়ে গেল কম খরচে বসার ঘরের রুচিশীল সাজ l দেয়াল , টবে কিছু মানিপ্লান্ট জাতীয় গাছ ঝুলিয়ে দিলে ঘরটি আরও বেশী রূপবতী লাগবে l স্বল্প খরচের দেয়াল শোপিস ও একটি ঘরকে দিতে পারে সাধ্যের মধ্যে মোহনীয় রূপ।


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours