ইন্দ্রাণী সেন, সাংবাদিক, বাঁকুড়া:
ছাত্র ছাত্রীদের সচেতন করতে স্কুলে গিয়ে বিশেষ পাঠ দিলেন পুলিশ আধিকারিক। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কোতুলপুরের মির্জাপুর হাইস্কুলে। শনিবার বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে কোতুলপুর থানার পরিচালনায় এক দিবসীয় বিশেষ সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। এদিন বাল্য বিবাহ রোধ, সাইবার ক্রাইম, এ টি এম জালিয়াতি, সেফ ড্রাইভসেভ লাইফ,শিশু ও নারীদের পথ নিরাপত্তা, শিশুদের যৌন হেনস্থা বিষয়ে সচেতনতার পাঠ দেন কোতুলপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক রাজীব কুমার পাল।
উল্লেখ, বাঁকুড়া জেলা পুলিশের "জাগরণ" প্রকল্পের একটি বিশেষ ভাগ হলো ছাত্র ছাত্রীদের বর্তমান সময়ের বিভিন্ন বিষয়ে সচেতন করা। বাঁকুড়ার প্রাক্তন পুলিশ সুপার সুখেন্দু হীরা বিভিন্ন জনকল্যাণ কামী প্রকল্পের সূচনা করেন। সপ্তাহের প্রতিটি শনিবারে বাঁকুড়া জেলার বিভিন্ন থানায় ছাত্র ছাত্রীদের সচেতন করতে থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সহ অন্যান্য আধিকারিক এই বিষয়ে স্কুলে পাঠাদান করেন।
এদিন কিডন্যাপিং সাইবার ক্রাইম এর বিরুদ্ধেও ছাত্র ছাত্রীদের বিশেষ সচেতন করেন কোতুলপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক রাজীব কুমার পাল। 50 জন ছাত্র ছাত্রী এদিন সচেতনতা শিবিরে যোগ দেয়। ভিডিও ফুটেজ অডিও রেকর্ড এর মাধ্যমে এদিন সংশ্লিষ্ট বিষয়ে বিশেষ আলোকপাত করা হয়। উপস্থিত ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা জেলা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
Post A Comment:
0 comments so far,add yours