ইন্দ্রাণী সেন, সাংবাদিক, বাঁকুড়া:

ষোড়শদলীয় সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টে মাতল বাঁকুড়া। লদ্দা ইয়ুথ ক্লাবের পরিচালনায় একদিবসীয় ফুটবল প্রতিযোগীতা এলাকায় উৎসবের আকার নেয়। পতাকা উত্তোলন করে ফুটবলে শর্ট দিয়ে খেলার সূচনা করেন ত্যালডাংরা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক শুভাশীষ হালদার। 

আয়োজক সংস্থার এক কর্মকর্তা বলেন, " এলাকায় সম্প্রীতি বজায় রাখতেই এই ফুটবল প্রতিযোগীতার  আয়োজন করা হয়েছে। মোট ১৬টি দল এই খেলায় অংশগ্রহণ করেছে। বিজয়ী দলকে উপহার হিসাবে ৪০ কেজি মুরগী ও বিজিত দলকে ৩০ কেজি। সেমি ফাইনালের দুটি দলকে ১৫ কেজি মুরগী করে মুরগী দেওয়া হবে। অভিনব এই উপহার প্রসঙ্গে জানতে চাইলে  তিনি জানান,সংগঠনের পক্ষ থেকে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও পুরস্কারের চমকের জন্য এই আয়োজন"।একদিবসীয় এই ফুটবল প্রতিযোগীতাতে জয়লাভ  করে লদ্দা একাদশ। বিজিত  সাতসগরা নজরুল একাদশ। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন সঞ্জয় মুর্মু ও ম্যান অফ দ্য সিরিজ অজয় মাণ্ডি।
 
Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours