অপর্ণা ভট্টাচার্য, লেখিকা ও সমাজকর্মী, আসানসোল:
যুগ
যুগ ধরে নারী জাতি কিছু কাপুরুষের লালসার শিকার হয়ে চলেছে। পারিবারিক,
অর্থনৈতিক, সামাজিক ,সর্বোপরি লজ্জা, নারীজাতিকে নীরব থাকতে বাধ্য করে।
পৌরাণিক যুগ থেকে আমরা দেখে আসছি পরিবারে নারী পুরুষের বৈষম্য, নারীকে
কোনঠাসা করে রাখার প্রবনতা। ঘরে বাইরে সর্বত্র ছোবল মারার জন্য প্রস্তুত
হয়ে আছে হায়নার দল। তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে নিজেকেই।
আজ
সোশ্যাল মিডিয়ার যুগে অনায়াসে আমরা হাতের মুঠোয় পাচ্ছি সমগ্র দুনিয়াকে।
অথচ কতটুকু সদ্ব্যবহার করি আমরা ? যে কোন ঘটনা নিমেষে সোশ্যাল মিডিয়ায়
ভাইরাল হয়ে যায় যে যুগে, সে যুগে আমরা মেয়েদের সঙ্গে ঘটে যাওয়া নির্যাতনকে
ঘরের কোনে লুকিয়ে রাখার, ধামাচাপা দেবার চেষ্টা করি। নির্যাতিতা মেয়েটিকে
আমরা প্রতিদিন তিলে তিলে মেরে ফেলি। অথচ যার মরার কথা,যার লুকিয়ে থাকার
কথা সেই অত্যাচারী পুরুষটি সগৌরবে মাথা উঁচু করে জীবন কাটায়।
অভিভাবক, আত্মীয় পরিজনের কাছে নির্যাতিত মেয়েটি হয়ে ওঠে ভার বোঝা।
দেশে
আইন আছে, অনেক নতুন নতুন আইন আসছে। শুধু ভয় এবং লজ্জা থেকে বেড়িয়ে আসতে
হবে আজকের মেয়েদের নিজেদের। কিছু অপরাধী দৃষ্টান্ত মূলক শাস্তি পেলে হয়তো
এই অপরাধের সংখ্যা কিছুটা হলেও কমবে।
নির্যাতিত
মেয়েদের লুকিয়ে রেখে পরিবার আরো বড় অপরাধ করে, সাহস জোগায় অপরাধীদের ।অনেক
স্বেচ্ছাসেবী সংস্থা নির্যাতিত মেয়েদের সাহায্য করার জন্য প্রস্তুত।
মেয়েরা, লজ্জা, ভয় মুক্ত হয়ে সরব হোক। নিজের সঙ্গে ঘটে যাওয়া অপরাধের
বিচার প্রার্থী হোক নিজেই।
Post A Comment:
0 comments so far,add yours