গার্গী দাস, সাংবাদিক, কলকাতা:
দুর্গাপুরের
বীরভানপুরে প্রতি বছরের মতো এই বছরও অনুষ্ঠিত হলো স্বর্গীয় সুখেন পাল ও
স্বর্গীয় দুর্গা আঁকুড়ে। নৈশ্য স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০১৯। পরিচালনায়
নিউ অগ্রণী ক্লাব পালপাড়া।
বীরভানপুর চরকতলা ফুটবল
ময়দানে এই নৈশ্য স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলাটি অনুষ্ঠিত হয়। খেলার সূচনা
করেন- দুর্গাপুর নগর নিগমের ৪১নং ওয়ার্ডের পৌরপিতা শিফুল সাহা। উপস্থিত
ছিলেন ঐ ওয়ার্ডের সভাপতি বিপ্লব আঁকুড়ে। এই খেলাকে ঘিরে গ্রামে উৎসবের
চেহারা নেয়।
বাড়ীর মহিলারাও সারা রাত জেগে খেলা দেখেন। চূড়ান্ত পর্যায়ে
আসানসোল ক্লাসিক গোল্ড ও দুর্গাপুরের বীরভানপুর এবিসি দলের মধ্যে খেলাটি
অনুষ্ঠিত হয়। আসানসোল দলটি ১-০ গোলে পরাজিত করে বীরভানপুর এবিসি ক্লাবকে।
এই খেলায় সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয় ক্লাসিক গোল্ড আসানসোল দলের
সাহুক। খেলার শেষ মুহূর্তটা ছিল খুব টানটান উত্তেজনা।
Post A Comment:
0 comments so far,add yours