শ্রাবণী মজুমদার লেখিকা, বীরভূম:
অনেকেই চান না নখ রাখতে। কারণ তাদের কাছে এটা উটকো ঝামেলা। নখ বড় হলে নখের ভিতরে ময়লা পরিষ্কার করতে হবে। তাছাড়া খুব সাবধানে নখ বাঁচিয়ে চলতে হবে। তাদের জন্য মুসকিল আসান এই ফলস নখ!
বাজারে ভালো ব্র্যান্ডের প্লাস্টিক, সিল্ক ফাইবার থেকে নিত্য নতুন নকল নখ পাবেন। নখের শেষে গ্লু থাকে। নখের সাথে সেট করে হালকা চাপ দিন, এঁটে যাবে। দুই সপ্তাহ ব্যবহার করে ফেলে দিন।
এই নখ আপনি কেটে বিভিন্ন সাইজের করতে পারেন। যেমন, চৌকো, ওভাল। নখের উপর গ্লিটার লাগিয়ে পছন্দসই নেল পালিশ লাগান। বেশ লাগবে।
কিন্তু যদি আপনি নেল পালিশ কিনে, দুদিনে শেষ হওয়া অপচয় মনে করেন, তাহলে, বাড়িতেই বানান! এটাই আজকে টিপসের ফাও!
আপনার মধ্যে সৃষ্টিশীলতা থাকলে খুব সহজেই বাড়িতে এটি তৈরি করতে পারবেন।
নেইল পলিশ তৈরিতে আপনার যেটা প্রয়োজন হবেঃ
এক, নেইল পলিশের বোতল
দুই, কাগজের খাম
তিন, স্বচ্ছ নেইল পলিশ
চার, আধা চা চামচ পছন্দের রঙের আইস্যাডো
পাঁচ, সামান্য গ্লিটার
পদ্ধতি:
খামের একটি কোণে ছোট ছিদ্র করে নেইল পেলিশের বোতলের মুখে রেখে গ্লিটার এবং আইস্যাডো ঢালুন। এবার একটি ছোট কাঠি দিয়ে সেটাকে ভালোভাবে মেশান।
তাহলেই তৈরি হয়ে যাবে আপনার পছন্দের নেইল পলিশ। এবার নিজের তৈরি নেইল পলিশেই নিজের নখ রাঙিয়ে নিন।
Post A Comment:
0 comments so far,add yours