প্রিয়াঙ্কা সরকার, লেখিকা, বর্ধমান:
"Put
yourself always in the lowest place, and You will be given the
highest... The greatest saints in the sight of God are the least in
their Own eyes."
স্রোতস্বতী
সৃষ্টিমুখর কলুষনাশিনী পথ মহানদী.. আলোর বর্ণময় দ্যুতি "মহানামব্রত।
কোথাও তরঙ্গ, কোথাও সমাহিত মৌনতা। এ জীবন পবিত্র নদী, বিচিত্রিতার মধ্যেও
সুন্দরের আরাধনা৷ আলোর উজ্জ্বলতায় প্রেমময় অভিভূত অনুপ্রেরণা।।
লীলাভাবে
শ্রদ্ধেয় মহানামব্রত ব্রহ্মচারী এসেছেন মিঃপ্রপসেনের বাড়ি। স্নেহময়ী
মাতৃরূপা মিঃপ্রপসেন, শিকাগোর লিঙ্কন পার্কের ২৭৩১ হ্যাম্পডেনের অধিবাসী৷
হ্যাঁ, ইনিই তো দৈববাণী পেয়েছিলেন, " তোমার গৃহে এক ভারতীয় মহাপুরুষ
আসছেন। তাঁকে বরণ করে নিও। " আজ তাঁকেই বরণ করে নিলেন মিঃ প্রপসন।
দেয়
তুলসী পাতা ইষ্টের নিকট নিবেদন করে, সেই প্রসাদ গ্রহণ করলেন ব্রহ্মচারী৷
ঢেউখেলানো মাঠে এ এক পায়েচলা পথ৷ অনেকটা প্রার্থনা প্রতাকার মতো প্রতীকী
গড়েছেন ব্রহ্মচারী৷ আমেরিকান গোলাপ নিয়ে সেই মুহুর্তে পর্যটকের জটলা ছেড়ে
উপস্থিত হয়েছেন মিঃ স্ট্রানডেন্ট। "মাই হার্টিয়েস্ট রিগার্ড এণ্ড লাভ ফর ইউ
"।
ব্রহ্মচারীজীর মুখে
কেবল কনস্টান্টাইন নাম৷ নিষ্ঠার ইশ্বর, ভক্তের ভাবটুকুই তো নেবেন-
ভাবগ্রাহী জনার্দন। হাসি ছড়ানো মুখের বৃত্তে কেবলই কাব্যের জাগরণ৷ দুচোখে
গভীর রসাস্বাদনে পরিতৃপ্তি। খণ্ডনের কোনো উপায় নেই৷ সহানুভূতিশীল জীবনে এক
অসাধারণ বিদ্যোৎসাহী আলাপন। ভারতবর্ষের গভীরে বিধৃত, অবিচ্ছেদ্যে উপলব্ধি
। আসলে সূর্যের আলোতেই চাঁদের যাবতীয় ঐশ্বর্য। তিনি তো বিচ্ছিন্ন নয়,
অধ্যাত্মবোধ যে একক.. প্রকাশিত আলোর প্রতিভূ।
জীবনে
আপনজনের পরশ বড়ো আবেগী করে৷ অনুভূতির মুহুর্তে প্রেক্ষাপট ছুঁয়ে আছে
বোধ। শোধন, তবু বিনীত অনুরোধ অলিন্দে। স্তম্ভের ফাটলে সশ্রদ্ধ আমন্ত্রণ।তবু
প্রজ্ঞার গভীরে পথ, রূপকুণ্ড স্বরূপ।।
Post A Comment:
0 comments so far,add yours