অনুপ চক্রবর্তী, নাট্যকার, কলকাতা:
বিশ্বাস
করো আমি পৃথিবীতে বার বার এসেছিলাম শুধুমাত্র উলঙ্গ শিশু হয়ে। কখনো সঙ্গে
করে নিয়ে আসিনি পৃথিবীতে কোন ধর্ম,ভাষা,সংস্কৃতি,জাতীয়তা,না গরিকত্ব।
তবুও বার বার বিপন্ন হয়েছি আমি,লাঞ্ছিত হয়েছি আমি,আহত হয়েছি আমি,নিহত হয়েছি
আমি। বার বার শোষণের পাত্র হয়েছি আমি, ভোগের বস্তু হয়েছি আমি, খেলার পুতুল
হয়েছি আমি। কখনো আমাকে গোলাম বানিয়ে করা হয়েছে রোমের গ্ল্যাডিয়েটার। তুলে
দেওয়া হয়েছে আমার হাতে তরোয়াল আমারই মতো আর এক গোলামকে হত্যা করার জন্যে।
কখনো আমাকে আফ্রিকার অরণ্য থেকে গলায় শেকল বেঁধে তুলে নিয়ে গিয়ে করা হয়েছে
আমেরিকার তুলোর ক্ষেতের গোলাম শ্রমিক। কখনো আমাকে বলা হয়েছে আমি হিন্দু,
কখনো বলা হয়েছে আমি মুসলমান। কতবার হিন্দু আমির সঙ্গে মুসলমান আমির লাগিয়ে
দেওয়া লড়াইয়ে আমরা পরস্পরকে হত্যা করেছি। আমার প্রভুরা যুগে যুগে সেসব
ঠাণ্ডা মাথায় নির্বিকার ভাবে দেখে গেছে। কখনো জেনেছি আমি ইহুদী। তাই মরতে
হয়েছে শ্বাসরূদ্ধ হয়ে জার্মানীর আউসভিৎসে বিষাক্ত গ্যাসে ভরা গ্যাস
চেম্বারে আরো অনেক ইহুদীর সঙ্গে। মরতে মরতে একটু বাতাসের জন্যে দেয়াল খামচে
খামচে সেখানে কেটেছি অজস্র আঁচড়।
একলব্য হয়ে কখনো কাটতে হয়েছে আমাকে
নিজের আঙুল ধনুর্বিদ্যায় দক্ষ হওয়ার অপরাধে। শম্বুক হয়ে ছিন্নশির হয়েছি
বিদ্যাচর্চার অপরাধে। দেশভাগের কারণে ছিন্নমূল উদ্বাস্তু হয়েছি আমি।
রক্তাক্ত,দগ্ধ, নিহত হয়েছি আমি। পাঞ্জাবে। বাংলায়। কখনো আমি বিপন্ন
মেকসিকান উদ্বাস্তু। যার সন্তানকে ছিনিয়ে নেওয়া হয়েছে তার কাছ থেকে।কখনো
আমি বিপন্ন ইয়েজদি বন্দী দাস নারী। কখনো রোহিঙ্গা হয়ে মায়নামারে ছিন্নমূল
উদ্বাস্তু হয়েছি আমি। সেখানেও রক্তাক্ত,দগ্ধ, নিহত হয়েছি আমি। আর আজ আসামে
আমি হলাম নাগরিকত্বহীন এক মানুষ। কেননা আক্রান্ত, তাড়িত হয়ে প্রাণের দায়ে
বা বুভুক্ষু হয়ে পেটের দায়ে ছিন্নমূল উদ্বাস্তু হয়ে দূর অতীতে একদিন এখানে
আসতে বাধ্য হয়েছিলাম আমি বা আমার পূর্বপুরুষ। কিন্তু আজ আমি নাগরিকত্বহীন।
আমাকে নাকি চলে যেতে হবে। নাহলে আমাকে নাকি গুলি করে মারা হবে। কিন্তু
কোথায় যাব? আমারতো আর কোন নাগরিকত্ব নেই। আমাকেতো মৃত্যু ছাড়া আর কেউ নেবে
না। তাহলে এই সমগ্র পৃথিবীতে কোথাও আমার আর পা রাখার কোন জায়গা নেই। আমার
যাওয়ার জন্যে শুধু রয়েছে কদর্য মৃত্যুর হিমশীতল জগৎ। কিন্তু বিশ্বাস করো
আমি শুধুই উলঙ্গ শিশু হয়ে জন্মেছিলাম। হিন্দু হয়ে নয়। মুসলমান হয়ে নয়।
অসমীয়া হয়ে নয়। বাঙালী হয়ে নয়। বাঙলাদেশী হয়ে নয়। ভারতীয় হয়ে নয়। শুধুমাত্র
মানুষ হয়ে।
Post A Comment:
0 comments so far,add yours