মোনালিসা মুখোপাধ্যায়, ফিচার রাইটার, হুগলি:
"সূর্যের সাথে আড়ি করে
খোঁপা খোল যদি
এই পৃথিবী আলোহীনতায়
ভুগবে নিরবধি।"
পুজোর শাড়ির সাথে খোঁপা কিন্তু আলাদা সৌন্দর্য আনে। তাই কয়েকটি খোঁপার ডিজাইন দিলাম যা আপনারা কিছু নিজেরা কিছু পার্লারে গিয়ে বেঁধে নিজেকে অনন্যা করে তুলতে পারেন।
১)প্রথমেই গোলাপ খোঁপা।
অনেক লাল গোলাপের সমাহারে মন কেড়ে নেওয়ার মত এক সুন্দর কেশসজ্জা। এতে আপনি লাল হলুদ গোলাপের কম্বিনেশনেও বানাতে পারেন।
২) ঝুমকা খোঁপা।
জমকালো শাড়ির সাথে একদম পাল্লা দেবে এই খোঁপা। রাজনন্দিনী হয়ে উঠুন এই খোঁপার জাদুতে।
৩)ফুলের বাহারী খোঁপা।
জুঁই বা বেলফুলের সাহায্যে বেঁধে নিন এই খোঁপা। পুজোর সকালের সাজে হালকা শাড়ির সাথে এই খোঁপা বেঁধে অনুপমা হয়ে উঠবেন এটুকু বলতে পারি।
৪) বিনুনি খোঁপা।
ছবিটা ভালো ভাবে দেখলেই বুঝতে পারবেন সামনে থেকে বিনুনি করে খোঁপার সাথে আটকে তাতে ফুল একসাইড দিয়ে আটকে তাকে করে তোলা হয়েছে মনোরম। ট্রাডিশনাল শাড়ির সাথে খুব ভালো লাগবে। ফুলের সাজের খোঁপার আরো দুটি ছবি দিলাম। যেটাই করুন আপনি হয়ে উঠবেন অনন্যা।
৫) মেটালিক বেলকুঁড়ির খোঁপা।
হালকা কেশসজ্জা তে এর জুড়িমেলা ভার। খোঁপার একধারে এই বেলকুঁড়িমালার বাঁধনে এক নতুন রূপে আবিষ্কার করুন নিজেকে।
কবরীর বন্ধনে নারীর চিরন্তন মনকাড়া রূপের আবেদন অমলিন চিরকাল। তাই নিজেকে সাজিয়ে তুলুন মনের মাধুরী মিশিয়ে খুশীতে।
Post A Comment:
0 comments so far,add yours