শ্রাবণী মজুমদার, লেখিকা, বীরভূম:


 আজকাল ফ্যাশন করে অনেকেই বেশ বড় নখ রাখেন। বেশ ভালোও লাগে দেখতে! 

নারীরা নানা উপকরণে সাজায় নখ। এর মধ্যে আলতা, মেহেদী, নানা রঙের নেইল পলিশ ইত্যাদি ছাড়াও আছে স্টোন, গ্লিটার, নকল নখের ব্যবহার ইত্যাদি।

চট-জলদি নখ সাজাতে নেইল পলিশের জুড়ি নেই। পোশাকের রঙের সাথে মিলিয়ে পছন্দসই রঙের নেইল পলিশ আপনার শ্রীর শ্রীবৃদ্ধি ঘটাবে কয়েক গুণ! 

নেইল পলিশ লাগানোর সময়, কিছু জিনিস কাছে রাখবেন।  যেমন কটনবল, রিমুভার, টাওয়েল, নিউজ পেপার ও কেয়ার নেইল পলিশ আগে থেকেই হাতের কাছে রাখুন।

নেইল পলিশ এমন জায়গায় বসে লাগানো উচিত যেখানে পর্যাপ্ত আলো-বাতাস আছে। কালার নেইল পলিশ লাগানোর আগে এক কোড কেয়ার নেইল পলিশ লাগান। এবার কেয়ার পলিশ শুকিয়ে গেলে আপনার পছন্দের কালারটি লাগান। তা শুকিয়ে গেলে এর উপর আবার একবার কিয়ার নেইল পলিশের পোচ দিন এবং তা ফুঁ দিয়ে শুকিয়ে নিন।

নখের সাজে বৈচিত্র আনতে নখে গি্লটার ব্যবহার করতে পারেন। নেইল জেল কিংবা গাম দিয়ে নখের ওপর গি্লটার লাগিয়ে তার ওপর ঘন করে নেইল পলিশ লাগান। আবার গি্লটারযুক্ত নেইল পলিশও লাগাতে পারেন। দেখবেন, সবাই আপনার নোখের দিকেই নজর রাখবে।


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours