প্রিয়াঙ্কা সরকার, লেখিকা, বর্ধমান: 

"পুরীর রথ নদ্যার রাস 
হোলী দেখবি ত বৃন্দাবনে যাস " 

শ্রীকৃষ্ণের দারুবৃক্ষ প্রতীকী করেই জগন্নাথ দেবের মূর্তি। নিমকাষ্ঠ জুড়ে আছে বিধি - নিয়ম। আমরাতো প্রাগার্য আর্য সংস্কৃতি মিলেমিশেই একাকার হয়ে আছি। রথের টানে পার্থিব মানুষ পথে নামে, আর পার হয়ে যায় শুষ্ক কাঠের জীবন। সময়ের ছাউনির সাথে চূড়া বানিয়েই তো পথ..  আজও গাইতে ইচ্ছা করে... 
"পুরাণ ছুঁয়ে আছে কতো রথী রথ। "

যখন দেখি  ভক্তমণ্ডলীর মাঝে শ্রীশ্রী চৈতন্যদেব  গাইছেন,  

" উদ্দণ্ড নৃত্যে প্রভুর অদ্ভুত বিকার.. 
 অষ্টসাত্ত্বিক ভাবোদয় হয় সমকাল 
কভু স্তম্ভ কভু প্রভু ভূমিতে পড়য় 
শুষ্ককাষ্ঠসম হস্তপদ না চলায় "... 

তখন মনে হয় তবে কি পৌরাণিক ছুঁয়ে আছে রথী রথ!!  

ইন্দ্র একজন বৈদিক দেবতা, স্বর্গের রাজা।    তাঁর বাহন পুষ্পক রথ৷ আর সেই রথের 
সারথি  ছিলেন মাতলি। তবে ইতিহাস বলে, ইন্দ্র সম্ভবত আগত আর্যদের রাজা আর কালক্রমে সেই পরিণতির দেবত্ব লাভ। ইতিহাস আরো বলেন মহাভারতে কুন্তী এক বলশালী পুত্রকামনা করে পুত্রেষ্টি মন্ত্রেই ইন্দ্রকে আহ্বান করেন এবং অর্জুনের জন্ম হয়৷ 

কুবের,  অর্ধদৈব যক্ষদের রাজা। তবে কি তিনিও দেবতা!!তিনি তো সংরক্ষক৷ তিনি দিকপাল এবং উত্তরদিকের অধিষ্ঠাতা। বৌদ্ধধর্মে তিনি বৈশ্রবণ নামেও পরিচিত। পৌরাণিক বইসমূহ বলে,  ঐশ্বর্য লিপ্সায় মানুষ কুবেরের পাঠ করে থাকেন।   তাঁর রথের নাম - পুষ্পক।  

   বিষ্ণু, হিন্দু বৈষ্ণব সম্প্রদায়ের সর্বোচ্চ  দেবতা। বিষ্ণু সহস্রনামে বিষ্ণুকে পরমেশ্বর বলে ঘোষণা করা হয়েছে৷  তাঁর  রথের নাম  - রত্নাক;তিনি সর্বজীব ও সর্ববস্তুতে পরিব্যাপ্ত সত্ত্বা। তিনি বিশ্বচিরাচরের ধারক ও বাহক হিসাবে আখ্যায়িত। 

সূর্য  , দেবতা, মহাশনির পিতা।

" ওঁ শ্রীসূর্যায় নমঃ
হ্রীঁ, হ্রীঁ সং 
ঠ্রিঁ হ্রৌঁ উঁ ঠ্রিঁ....
 তাঁর  রথের নাম  সপ্তাশ্ব রথ  ; সেই রথের সারথি ছিলেন -  অরুণ;

শ্রীকৃষ্ণ , হলেন  গকুলনন্দন।তিনি ভগবান বিষ্ণুর অষ্টম অবতার রূপে খ্যাত।  তাঁর  রথের নাম-     গরুড়ধ্বজ ,   সেই রথের সারথি ছিলেন - সাত্যকি;

অর্জুন ,  শ্রীকৃষ্ণ সখা। তিনি পঞ্চপাণ্ডবের অন্যতম।  পাণ্ডব ভ্রাতৃগণের মধ্যে তাঁর স্থান তৃতীয়।  তাঁর  রথের নাম- কপিধ্বজ  । তাঁর  রথের  সারথি স্বয়ং শ্রীকৃষ্ণ ;

সৃষ্টির প্রতীকী ব্রহ্মা, স্থিতির প্রতীকী বিষ্ণু   এবং লয়ের প্রতিভূ প্রতীকী - শিব। তাঁর                 
সারথি ছিলেন  ব্রহ্মা ;

রামায়ণে  লঙ্কারাজ রাবণ, অন্যতম প্রধান চরিত্র ও দ্বীপের রাজা। রাবণ তাঁর  বৈমাত্রেয় ভাই কুবেরের কাছ থেকে পুষ্পক রথ হরণ করেন; তাঁর রথের নাম-  পুষ্পক      ;

অযোধ্যায়  দশরথ  হলেন দক্ষ রাজা।   তাঁর রথের  সারথি ছিলেন - সুমন্ত ;

কুন্তিপুত্র  যুধিষ্ঠির  রথের সারথি ছিলেন,   ইন্দ্রসেন ;

 গুরু দ্রোণাচার্যের সারথি ছিলেন - অশ্বসেন ;
নগ্ন মদদৃপ্তা আর ঋষি ভরদ্বাজ এর বীর্যের অমোঘত্ব থেকে তাঁর জন্ম। 

 ধৃতরাষ্ট্র  ছিলেন দুর্যোধনের পিতা।  জন্মান্ধ ধৃতরাষ্ট্র
  এর   সারথি ছিলেন,  সঞ্জয় ; 

বলশালী ভীমের  রথের  সারথি ছিলেন,    বিশোকড় ;

বুদ্ধ, বুদ্ধং শরণং গচ্ছামি ", বুদ্ধ পথে শরণাপন্ন হও। 
ধম্মং শরণং গচ্ছামি ', ধর্ম পথে  যাও।
সংঘম শরণং গচ্ছামি ', সংঘের স্মরণ নাও।। 
স্বয়ং বুদ্ধের একান্ত  সারথি ছিলেন, ছন্দক ;

বলরাম, মহাভারতে হলায়ুধ নামে পরিচিত। তাঁর সারথি না জানা গেলেও, মিথ বলে  তাঁর   রথের নাম তালধ্বজ  ; 

সুভদ্রা,   কৃষ্ণের বোন, অর্জুনের স্ত্রী এবং অভুমন্যুর
মা। কৃষ্ণের পিতা, বসুদেবের ঔরসে রোহিণীর গর্ভে জন্মগ্রহণ করেন। তাঁর  রথের নাম দর্পদলন;

জগন্নাথ হলেন, জগতের প্রভু।  তাঁর  রথের নাম
 নন্দী ঘোষ  এবং তাঁর একমাত্র সারথি - দারুক ;
" কোথা গেল পথ 
  কোথা গেল রথ 
 ডুবে গেল সব শোকজ্বালা.. " 

ধূমাবতীর , প্রলয়ের প্রতীক৷ তিনি অমঙ্গল সূচক৷ তাঁর রথের নাম  কাকধ্বজ।  

"তুমি কেমন কারিগর 
তোমার নেই কি আপন... "..

ইতিহাসের পাতায় অতীত ছুঁয়ে যায়। 

Responsibility is not a teaching in civics. 
The simplest and easiest way for You to express Your own divinity. 
 
মনে পড়ে সাহিত্যের আঙিনায় " রথের রশি " মনে পড়ে, 
"আসবে উল্টোরথের পালা 
তখন আবার নতুন যুগের উঁচুতে.. 
নিচুতে হবে বোঝাপড়া..।। "
 
Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours