Pujor diner sajh
সঞ্চারী চট্টোপাধ্যায়, ফিচার রাইটার, কলকাতা:

ঢাকে কাঠি পড়তে আর মাত্র দিন দশেক বাকি । পুজো শপিং বেশিরভাগেরই প্রায় শেষ । শপিং লিস্টে অন্যান্য সব পোশাকের সাথে সাথে অষ্টমীতে পরার শাড়ি বাঙালী কন্যের চাইই চাই। তার সঙ্গে মা দিদাদের দেবার জন্যও তো শাড়ি কিনতেই হবে । তাহলে আজ আমরা দেখে নিই যে এবছরের শপিং লিস্টে কোন কোন রকমের শাড়ি বঙ্গ ললনাদের মোহময়ী করে তুলতে চলেছে।

১) পুজোর অষ্টমীতে ঢাকাই জামদানিতে সেজে অঞ্জলি দেবার যে আভিজাত্য আর বনেদীয়ানা তার আকর্ষণ বঙ্গ কন্যের চিরকালীন । আট থেকে আশি তাই আজও পুজোর শাড়ি হিসেবে প্রধান পছন্দ আদি অকৃত্রিম ঢাকাই জামদানী।

২) হ্যান্ডলুম গত বছরের মতো এবছরেও রকমারি শেডের ব্রাইট কালারে বাজার মাতাচ্ছে।

৩) বেনারসির মতো জমকালো অথচ মধ্যবিত্তের বাজেটের নাগালেই এবছরের অন্যতম সেরা চয়েজ ওপারা সিল্ক।

৪) প্রিন্টেড লিনেন শাড়ি এবছরের নতুন স্টাইল যা পরেও আরাম দামও নাগালের মধ্যেই।

৫) কাঞ্চীপুরম সিল্ক দক্ষিন ভারতের একেবারে নতুনত্ব একটি ডিজাইন যা একাধারে দেখতেও আভিজাত্য পূর্ণ এবং দামও সাধ্যের মধ্যেই।


৬) খাদির নরম এবং অভিজাত শাড়ি একটু বয়স্ক এবং তিরিশোর্ধ্ব মহিলাদের জন্য পারফেক্ট চয়েজ।

৭) রাজস্থানী কোটা শাড়ি দেবে আপনাকে প্রাদেশিক লুক।

৮) চান্দেরি শিফন বরাবরের মতোই জমকালো ও উৎসবের রূপ দেবে বঙ্গ তনয়াদের।

৯) তসর আজও বাঙালী মেয়ের ওয়ার্ডরোবে বিকল্পহীন মাস্ট হ্যাভ।

১০) এছাড়াও কাঁথা বা গুজরাটি সুতোর কাজের শাড়ি আজও বাঙালী মেয়ের পুজোর রূপকে অতুলনীয় করতে অপরিহার্য।

সুতরাং পুজোয় বঙ্গতনয়ারা নিজেদের আটপৌরে বাঙালী রূপকে নতুন করে সাজিয়ে তুলতে আজই প্রস্তুত হয়ে যান । পুজোর কিন্তু বেশি দেরি নেই।
Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours