সঞ্চারী চট্টোপাধ্যায়, ফিচার রাইটার, কলকাতা:

অবশেষে এসেই গেল বিশ্বকর্মা পুজো । আর বিশ্বকর্মা পুজো মানেই পুজোর ঢাকে কাঠি পড়েই যাওয়া। হুজুগপ্রিয় বাঙালীও তাই পুজো স্পেশাল সাজের জন্য বিউটি পার্লার ও স্যালোঁতে ঢুঁ মারাও শুরু করে দিয়েছে ইতিমধ্যেই ‌।

আজকে আমরা পুজো স্পেশাল হেয়ার স্টাইল নিয়ে আলোচনা করে নেবো এই প্রতিবেদনে।

1. ব্লান্ট বব অথবা স্ট্রং বব এই বছরের অন্যতম জনপ্রিয় একটি হেয়ারস্টাইল হতে চলেছে স্টাইল স্টেটমেন্ট হিসেবে।

2. চুলের লেংথ বড় রেখে স্টাইলিস্ট দেখাতে লেয়ার কাটের বিকল্প বরাবরের মতোই এবছরও খুঁজে পাওয়া যায় নি।

3. ফেদার কাট এবছরের স্টাইল হিসেবেও ফ্যাশনে যথেষ্ট ইন।

4. ফ্রিঞ্জ কাট ড্রেসের সাথে মানানসই  হিসেবে খুবই চমৎকার একটি স্টাইল ‌।

এছাড়াও চুলের দৈর্ঘ্য না কমিয়েও নানান রকম হেয়ার স্টাইল আমরা দেখতে চলেছি...
1. স্ট্রেট হেয়ার গত বছরের মতোই এবছরেরও সমান জনপ্রিয় স্টাইল স্টেটমেন্ট।

2 . কার্লার দিয়ে ফলস কার্লে নিজেদের চুলকে মা দুর্গার রূপ দিতে প্রস্তুত আজকের দুর্গারা।

3 . সাইড ব্রেইড বা সাইড বিনুনি যেকোন কুর্তি বা ইন্ডিয়ান ড্রেসের সাথে মানানসই একটি সুন্দর স্টাইল ‌।

4 . এছাড়াও টপনট বা সাইড বান এই ধরণের রকমারি খোঁপাও উৎসবের দিনে সাজকে পরিপূর্ণতা দেবে।

তাহলে আজই বেছে নিন পুজোয় কোন হেয়ার স্টাইলে নিজেদের সাজাতে চান এবং সেই মতো পার্লার মুখী হয়ে যান ললনারা
Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours