কিশলয় বন্দোপাধ্যায়, স্কুল ছাত্র, কলকাতা:

শিল্পীর ক্ষয় নাই ক্ষয় নাই। একথা আরও একবার প্রমাণ করে দিলেন রানাঘাটের এক প্রৌঢ়া। নাম রানু বিশ্বাস। বয়স  ৫৫। যৌবন কালে এলাকায় পরিচিত গায়িকা ছিলেন। কিন্তু সময় হরণ করে নিয়েছে অনেক কিছু। বর্তমানে তিনি ভবঘুরে। মানসিক অবসাদে দীর্ঘদিন বাড়ি ছাড়া। নদিয়ার রানাঘাট রেল স্টেশন এখন তাঁর ঘরবাড়ি থাকা খাওয়ার একমাত্র অবস্থান। জীবন অনেক কিছু ছিনিয়ে নিলেও গানের সুর যে তাঁর চিরসখা।
আজও তিনি আপন মনে গাইতে থাকেন লতা মঙ্গেকরের নানান গান।  পরণে জীর্ণ নোংরা শাড়ি পড়েছেন তো কি আছে। গলায় যেন সপ্ত সুরের গড়ের মাঠ। আর এটি সম্প্রতি নজরে আসে এলাকার এক যুবকের। তিনি রানুদেবীর
একটি গান আচমকাই রেকর্ড করে স্যোসাল মিডিয়ায় ট্রোল করে দেন। তারপর?
তারপরেই নেট দুনিয়ায় এল বৈশাখী ঝড়। ওই ভিডিওতে কমেন্ট করেছেন ৫ হাজার জন। লাইক ১৫ হাজার ও শেয়ার ২২ হাজার। আর ভিউয়ার্স সংখ্যা কত জানেন? এখনও পর্যন্ত ২৫ লক্ষ। তাহলে একবার শুনেই নিন ট্রোল হওয়া ভিডিওর গানটি।

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours