fiture
প্রিয়াঙ্কা সরকার, লেখিকা, বর্ধমান:  

যতীন্দ্রনাথ সেনগুপ্তের কথায় সাজি 
" চেরাপুঞ্জির থেকে 
একখানি মেঘ ধার দিতে পার গোবি সাহারার বুকে " 

বর্ষার পিছলে যখন চেনা পায়ে দাপুটে আঘাত লেগে যায়, কিংবা যখন বাড়ির সোঁদা পাঁচিলটা আদর করে বুনো গন্ধের ধ্বসে, তখন মন বলে মেঘের সাথে ঝড় এলো বুঝি। চেনা পরশে প্রেম, সে তো খন্ড ছবিতে ভাসা। আবছা সন্ধ্যায় বৃষ্টির ফোঁটায় বুকের  দামাল বাতাসে খোলা জামায় হৃদয়ে আতর লাগে। 
মনে হয় সেই স্রোতে অন্তর্লীন স্বগোতোক্তি বলে, মরুভূমির পেয়ালা পূর্ণ হোক..  চেনা প্রেম আমার। 

চেনা বুকের রক্ত যেমন খণ্ড এলোচুলের শঙ্কা, শুষ্ক রূপক আজ। অতৃপ্ত তৃষ্ণায় দাবদাহে শেষ রাত্রির আলেয়ার বুকে আসুক আমৃত্যু চেরাপুঞ্জি আজ। সাহারার বুকে উড়ো বালির প্রাণহীন পালভাঙা মাস্তুলের ভাবখানা তো জিভের লালা চায়। বাঁকা চোয়ালের দারুচিনি বনানীর ফাঁকে যেমন করে নির্জনতার সুখ, এমন করেই সাহারার বুকে একটা মেঘ প্রয়োজন...  নক্ষত্র নীরব নিস্তব্ধতা, বাসনার অতৃপ্ত বাসনার সংযমে আঙ্গিক প্রতীকী উপাদান।।

 

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours