প্রিয়াঙ্কা সরকার, লেখিকা, বর্ধমান: 

"একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে -
 সকল দেহ লুটিয়ে পড়ুক তোমার এ সংসারে।"
...রবীন্দ্রনাথ 

আজ বড়ো গাইতে ইচ্ছা করছে, " মনো... যেনরো রহে তবো শ্রীচরণে... ",  সেই চরণেই আজ চেতনার কল্পনায় রূপরেখা আঁকা। তবে কি সেই " In one salutation to my God, let all my senses spread out and touch this world at thy feet. "

আমার শান্তিময়ী গুরুর চরণে শতেক প্রণাম৷ আলোকশিখা প্রজ্জ্বলনে দৃঢ়পদে পথ অনুধাবন হলো নিবেদন।  শুদ্ধ বুদ্ধির পুণ্য বারিতে স্বার্থ ও দুর্বলতা ধৌত হয়ে যায়। আন্তরিক আকুলতার সঙ্গে প্রার্থনাতেই  সকল চেষ্টার ফল৷ ব্যাকুল চিত্তে অবিরত ভগবানকে আহ্বান, মহাশক্তির সঞ্চার৷ 

চেতনা নিবিষ্ট হলেই আধ্যাত্মিকজীবনের পথ উন্মোচন হয়। আলো বিকিরণে প্রাণাত্মা নিরাপদ আশ্রয়। প্রহরীর মতো নিরাপদে থেকেই  সচেতন পদচারণ, প্রভুর চরণে সমর্পণ, আশ্রয় আমার।
 "প্রেম যাঁর পাইলে গো তুমি বহুদিন আগে, 
এখনও তাঁহারই স্নেহ রয়েছে ঘিরিয়ে তোমায়.. 
হে মন আমার, শান্ত হও তুমি, 
রাখিও স্মরণে এই সত্য কথা। "

জীবনের যাত্রাপথে সাহস, ভরসা ও আনন্দ নিয়েই চলা।  এই ভীতিহীন পথে পুণ্যসত্তা তাঁর। উন্মুক্ত হৃদয় পথে তোমার আশীর্বাদ , দ্বিধাগ্রস্তহীন  পথেই তো পদচারণা পাথেয় আমার৷ তাই তো তোমাকে বলি, "হে অন্তরতম, অনন্ত তোমার রূপের প্রকাশ, 
পূজি তারে নানাভাবে আমি।"

 
Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours