মণিজিঞ্জির সান্যাল, লেখিকা, শিলিগুড়ি:
একটা
গোটা উপন্যাস না পড়লে যেমন চরিত্রগুলো বা ঘটনার বিষয় সম্পর্কে সম্যক ধারণা
অর্জন করা যায় না, অজানা থেকে যায় অনেক কিছু ; তেমন-ই আমার কাছে একটা
মানুষ মানে একটা গোটা উপন্যাস । কাউকে ভালোবাসলে তাঁর গোটা মানে তাঁর
সবটাকে ভালোবাসতে হবে ; তাঁকে ভালোভাবে বুঝতে হবে , জানতে হবে , পড়তে হবে ।
নইলে সেটা ভালোবাসা নয় , সেই সম্পর্ক বন্ধুত্ব বা প্রেম যাই হোক (
পরস্পরের ক্ষেত্রেই ) ।
ফোন
বা মেসেজ বা দেখাটাই বন্ধুত্ব বা প্রেমের চাবিকাঠি হতে পারে বলে আমার মনে
হয়না। আমি ছোট থেকে আজ অবধি একটা কথাই ভাবি পৃথিবীতে কতো মানুষ । তাঁরা
প্রত্যেকে দেখতে আলাদা আলাদা । আমি ভেবে খুব অবাক হই এই আলাদা আলাদা
মুখগুলোকে নিয়ে ; পাশাপাশি তখন ভাবতে শুরু করলাম এই মুখগুলোকে কখনোই
একরকম করা যাবে না ; তাহলে প্রত্যেকের ভেতরের চেহারাটা এক হতে যাবে কেন
????
প্রত্যেকের বাইরের চেহারার মতো ভেতরের চেহারাও ঠিক আলাদা। আর এটাই স্বাভাবিক।
আসলে
কাউকে ভালোবাসলে অনেকক্ষেত্রেই মনে হয় সে আমার মতোই হোক ; আমার ভাবনার
সাথে তাঁর ভাবনার জায়গাটা মিশেমিশে একাকার হয়ে যাক। আর না হলেই সংঘাত । মনে
হয় এই বুঝি সে আমার থেকে দূরে চলে গেল। এই বুঝি সে পালটে গেল।
একটা মন অন্য একটা মনের দাসত্বকে মেনে নেবে কেন ?
প্রতিটি
মানুষের ভাবনা আলাদা । জীবন বোধ আলাদা। হ্যাঁ অনেক কিছু আবার নিজের থেকেই
মিলে যায়। দুজন মানুষের মনের ভাবনা আলাদা থেকেও কিন্তু পরস্পরের ভাবনার
জায়গাটাকে সম্মান করতে হবে। আমি আস্তিক , সে নাস্তিক হলে আমার অসুবিধে
কোথায় ; হ্যাঁ অসুবিধে সেখানেই যদি সে আমার ভাবনার জায়গাটাকে বা আমার
বিশ্বাসকে আঘাত করে ।
কেউ গান শুনতে ভালোবাসে। কেউ কবিতা শুনতে ভালোবাসে। কেউ ফুটবল খেলা দেখতে ভালোবাসে; কেউ আবার বাগান করতে ভালোবাসে।
এখন
কবিতা আমি ভালোবাসি বলেই আর একজনকেও কবিতা ভালোবাসতে হবে এমন কোনো কথা নেই
কিন্তু। আমি গল্প লিখি -উপন্যাস লিখি , এবারে যদি ভাবি তাঁকে ভাল পাঠক হতে
হবে , তাহলে আমি কিন্তু ভুল করব । মনকে অন্য একটা মন চালনা করতে পারেনা
কিছুতেই।
তবে হ্যাঁ একটা পরিবেশে থাকতে থাকতে অনেক সময়ই কিছু না ভালোলাগা জিনিসও ভালো লেগে যায়।
প্রেম
শব্দটি অনেক গভীর। মুহূর্ত মুহূর্ত গুলোকে একজায়গায় জড়ো করে যে ভালোলাগা।
শুধু ভালোলাগা নয় ; তাঁকে ভালোবাসা -যত্ন করা-শ্রদ্ধা করা-সেবা করা
পরিশেষে বিশ্বাস । তার চেয়েও নিজেকে বিশ্বাস ; হ্যাঁ আত্মবিশ্বাস । হ্যাঁ
যেখানেই থাকো -যে পরিস্থিতিতেই থাকো ; আমি আছি । আমি তোমাকে ভালোবাসি ;
তোমার কাজকে সম্মান করি ; তোমাকে শ্রদ্ধা করি। তোমার ভাল চাই ।তোমার
কিছুতেই আমি তোমার পাশে আছি।
হিংসা-
প্রতিযোগিতা -অহংকার প্রেমকে নিয়ে যাবে অন্ধকারে ; মুছে যাবে বন্ধুত্ব
বা ভালোবাসা বরং একটা শক্ত মুঠো হাত যদি বলে " আমি আছি "।
ব্যাস আর কিচ্ছু চাই না : তখন কি মনে হয়না " আমি তোমার " এই কথাটি বলার আর কোনো প্রয়োজন আছে ?
প্রেম হল ঢেউ এর ওপর ঢেউ ; নীল ঢেউ । মোলায়েম একটা ভালোলাগা ; যাকে ওর মতো করে ভাসতে দেওয়া উচিত ; কোনো কিছু চাপিয়ে দিতে নেই।
Post A Comment:
0 comments so far,add yours