fiture
মোনালিসা মুখোপাধ্যায়, ফিচার রাইটার, হুগলি:

স্যোসাল মিডিয়ায় ভাইরাল ঝড় উঠেছে। কি স্বপ্নবিলাসী ঝড় রে বাবা! রিয়েলি ডিসগাস্টিং।
৩৭০ ধারা উঠে যাবার পর এক আজব  কথা বহুল ভাবে সোশ্যাল মিডিয়া তে ঘুরে বেড়াচ্ছে যা রীতিমতো  অবাক করছে আমায়। কাশ্মীরী মেয়েদের বিয়ে করব বলে যারা মজা করছেন তাদের জিজ্ঞাসা করব ওদের বিয়ে করার জন্যই কি জন্মেছিলেন? কেউ বলছেন কেন আগে জন্মালাম।নিজের স্ত্রী কে বা প্রেমিকাকেআর ভালো  লাগছেনা কি বলেন?   লোভী চোখের চকচকে দৃষ্টিতে ওদের কেন দেখছেন? কি ভাবছেন খুব সহজলভ্য কাশ্মীরি মেয়েরা। ওরা নিজেদের সংস্কৃতি খুব সুন্দর ভাবে মেনে চলে।কারোর মত নয় ওরা ওদের মত। সৌন্দর্য ওদের সহজাত। কাশ্মীরি ছেলেরাও খুব সুন্দর। সেটাও বলুন।
আর আপনি চাইলেই ওরা আপনাদের গলায় ঝুলে পড়বেন কে বলল?কোন হরিদাস পাল আপনি? কি ভাবেন মেয়েরা চিরদিন ভোগ্যপণ্য?  ব্যতিক্রম কিছু হতে পারে কেউ হতে পারে তার জন্য এত পাগলামির কিছু নেই। হতে পারে আজ অন্য এক পরিস্থিতি। সেই জন্য কাশ্মীরি মেয়েদের ওপরই চোখ পড়ল? সম্মান দিতে শিখুন ওই ফুলের মত মেয়েদের।  ওরাও আমার আপনার ঘরের মেয়েদের মত সম্মানযোগ্য। নিজেদের মুখটা আয়নায় দেখে নিন। আপনি বা আপনারা তার যোগ্য কিনা। ওই লোভী দৃষ্টি সরান। নিজের ভেতরের শয়তান রিপু কে একটু সামলান।মজা করার একটা সীমানা রাখুন।
আর যারা বলছেন জমি কিনবেন তাদেরও বলব কিনে কি করবেন গুটখা পানের পিচে ভরাবেন?  পরিবেশ দূষণের মাধ্যম হবেন? ফ্ল্যাট বানাবেন? 
হা হা কত লোভ কত দিবা স্বপ্ন।একটা  পটপরিবর্তন হতেই কত মানুষের ভেতরের শয়তান বেরিয়ে এল।
পারবেন ওদের মত পরিশ্রম করতে মাইনাস টেম্পারেচারের সাথে লড়াই করতে। দুদিন বেড়িয়ে আসুন আনন্দে। তারপর সমালোচনা করে দিন কাটান।
বাকি কথা গুলোর সত্যি করার জন্য মেরুদণ্ড শক্ত করুন। 
ভালো থাকুন ভালো থাকতে দিন। সবার ভালো থাকার মধ্যে নিজের ভালো থাকা খুঁজে নিন। সম্মান দিলে সম্মান পাবেন কম না বেশী যাই হোক। অনুরোধ দিবাস্বপ্ন কাটিয়ে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে একবার রক্তস্নাত কাশ্মীরের দিকে তাকান। আর একটিবার ভাবুন আপনি সাচ্চা ভারতবাসী তো?
 
 
Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours