ইন্দ্রাণী সেন, সাংবাদিক, বাঁকুড়া:
মেয়ের জন্মদিনে রক্তদান শিবির ও গাছের চারা উপহার দিল বাবা। বাঁকুড়ার ইন্দপুরের স্থানীয় এক লজে মেয়ে ঐশিকার নবম জন্মদিনে এই ধরনের এক মহতী অনুষ্ঠানের আয়োজন করেন বাবা অভিজিৎ মণ্ডল। পেশায় ঔষধ ব্যবসায়ী বাবা দীর্ঘ চার বছর ধরে এই ভাবেই মেয়ের জন্মদিন পালন করে চলেছেন।
অভিজিৎ বাবু বলেন রক্তদান জীবন দান। রক্তের অভাবে বহুমানুষ মারা যাচ্ছে। মেয়ের জন্মদিন উপলক্ষে এই রক্তদান শিবিরের রক্ত যদি কোন মুমুর্ষু মানুষের কাজে লাগে তা আর্শীবাদ হয়ে ফিরে আসবে"। এদিন রক্তদাতা দের হাতে গাছের চারা তুলে দেওয়া। সাথে সাথেই গাছ লাগানোতেও উৎসাহ দেয় ঐশিকা। দশজন মহিলা সহ আশি জন স্বেচ্ছায় রক্তদান করেন। বাঁকুড়া মেডিক্যাল কলেজ ঐ রক্ত সংগ্রহ করে।
Post A Comment:
0 comments so far,add yours