শামা আরজু, ফিচার রাইটার, বাংলাদেশ:
মাঝে মধ্যে একগ্লাস জল খাবার জন্য আমার কাছে আসো তুমি। আমার আনন্দ যে ধরে না! জরাজীর্ণ গ্লাস জলের সাথে লজ্জা আর বিব্রতভাব মিশিয়ে হাত পাতে তোমার পানে।তুমি ধন্য করো জলটা খেয়ে। আমি আরও ধন্য
হই গ্লাসের নিচে রেখে যাওয়া তলানীটুকু পেয়ে।জলের তলানীর দিকে তাকিয়ে আমার চোখ চিকচিক করে।
গঙ্গাজল মনে করে বেশ খানিকটা জল মেশাই তার সাথে। আর তাতেই চলে আমার তৃষ্ণা মেটানোর অবিরাম চেষ্টা।
এর চেয়ে বেশি করে চাওয়ার কথা যে আমি ভাবতেই শিখিনি।
Post A Comment:
0 comments so far,add yours