ইন্দ্রাণী সেন, সাংবাদিক, বাঁকুড়া:
স্বামী বিবেকানন্দের মানুষ তৈরির ভাবনাকে সামনে রেখে বাঁকুড়ার হরিগ্রাম গোয়েঙ্কা উচ্চ বিদ্যালয়ে এক দিনের একটি ছাত্র ও যুব প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল। এই প্রশিক্ষণ শিবির বিষয়ে আয়োজক কমিটির এক সদস্য বলেন," ছাত্র ও যুবকেরা কীভাবে নিজেদের জীবন সঠিক ভাবে গড়ে তুলতে পারে, মনকে একাগ্র করতে পরে, এবং জাতি ও দেশের জন্য নিজেকে উজাড় করে দিতে পারে তা-ই ছিল এই প্রশিক্ষণের বিষয়"।
অনুষ্ঠানে উপস্থিত অতনু কুণ্ড,রুইদাস বণিক, সুপ্রিয় পাঁজারা বর্তমান সমাজ ও সমস্যার চিত্র, মন ও তার নিয়ন্ত্রণ, জীবন ও চরিত্র গঠনের পদ্ধতি, স্বামী বিবেকানন্দের ভারত সাধনা বিষয়ে আলোচনা করেন। জেলা ও জেলার বাইরে থেকে দুশোরও বেশি ছাত্র এই শিবিরে অংশগ্রহণ করেন। শিবিরটি পরিচালনা করেন অখিল ভারত বিবেকানন্দ যুব মহামন্ডলের হরিগ্রাম শাখা।
প্রশিক্ষণ শিবিরের অধ্যক্ষ রুহিদাস বণিক জানান," স্বামী বিবেকানন্দের ভাবাদর্শে মনুষ্যত্ব উন্মেষক এই আলোচনা বিভিন্ন এলাকায় সপ্তাহে একদিন হয়ে থাকে। এটি একটি বাৎসরিক প্রশিক্ষণ শিবির। মানুষ হওয়ার লক্ষ্যে যাতে যুবকেরা এগিয়ে যেতে পারে তারই প্রশিক্ষণ শিবির এটি"। অনুষ্ঠান ঘিরে উৎসাহী জনতার উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
Post A Comment:
0 comments so far,add yours