প্রিয়াঙ্কা সরকার, লেখিকা, বর্ধমান: 

"পাইলাম খুঁজিয়া মোর গোপন অন্দর কাননে 
নিত্যবাহী নির্ঝরের ধারা, 
করিলাম স্নান, পান করিলাম তার ঝলমল 
অপার্থিব জলবিন্দু, হইলাম উন্মুক্ত আকুল।"

সমাজের আবেগে বিহ্বলতা  মানায় না।  মাধ্যাকর্ষণে বস্তু টান মাটির দিকে প্রবল। পৃথিবী যেন নিজের দিকে গিলতে গিলতে শক্তি সীমাবদ্ধ করে ফেলেছে৷ ব্যক্তি পুরুষের আত্মবিকাশ বাইরের দিকে হলে, এমন করেই শক্তি যুথবদ্ধ কেন্দ্রিক হয়ে যায়। উৎস হতে বিচ্ছিন্ন মানে ভিত্তি থেকে স্খলন। আর উৎস হতে স্খলন  হলে তার স্থায়িত্ব অসম্ভব। অনন্ত জলরাশির বুকে আলোর প্রতীকী অবয়ব আলাপন, পরিপূর্ণ পুণ্যপ্রদীপ বেদীতল নিরাকার।

 
Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours