বামের মাথায় টুপি এবং
বামের গলায় পৈতা
এরাই নাকি সমাজতন্ত্রী
কী বাম কতা কইতা?
লেনিন যাকে বলতো আফিম
এখন সেসব অশ্বের ডিম
তারাই এখন হজ্ব করে কয়
‘তোমরা কি ডান হইতা?’
বামের মাথায় টুপি এবং
বামের গলায় পৈতা!
মাজারে যায়, মন্দিরে যায়
পরের ঘরের হালুয়া খায়
মন্ত্রী-টন্ত্রী? কী যে আরাম!
বাতাস লাগে চৈতা!
বামের কতা কইতা?
সমাজতন্ত্র মুখের বুলি
হাতের ডগায় তসবিগুলি
চাপ খেয়ে কয়, সমাজতন্ত্রের
ঘরত্ তোমরা রইতা?
বামের মাথায় টুপি এবং
বামের গলায় পৈতা!
Post A Comment:
0 comments so far,add yours