fiture
স্বাতী রায়, লেখক ও চিত্রগ্রাহক, কলকাতা:

বসন্তের এক মধুময় দ্বিপ্রহরে, পৃথিবীবাসীগণের অগোচরে অতীব সুন্দর সুসজ্জিত উদ্যানে বৎসরান্তের অধিবেশন বসিয়াছে। হোতা নিরাকার বা পরম ব্রহ্ম, বাকি অংশগ্রহণকারীগণ হইলেন তেত্রিশ কোটি দেব দেবী, আল্লাহ, গড, জিহোবা ইত্যাদি নামক স্থানীয় ধর্মীয় মস্তক গণ। মৃদুমন্দ সুগন্ধি বাতাস বহিতেছে। অপ্সরা, হুর ও অ্যাঞ্জেল গণ উড়িয়া বা লাস্য বিভঙ্গে হাঁটিয়া সুরা ওয়াইন ইত্যাদি পরিবেশন করিতেছেন। দেবীগণ মুখমন্ডল বিকৃত করিয়া আপন আপন পতিদেব সামলাইতে সামলাইতে বলিতেছেন 'ঢঅঅঅং'।

ইন্দ্র আপন দুর্বল স্বভাব অনুযায়ী উর্বশীর দিকে লোলুপ দৃষ্টিপাত করিতেছিলেন, শচী তাহার নড়া ধরিয়া নাড়িয়া দিয়াছেন। আল্লাহ বিশাল এক জোব্বার অন্দরে প্রবেশ করিয়া বসিয়া আছেন, তাহা টু বিএইচকে তাবুর ন্যায় বৃহৎ, একা আছেন না নবীগণ কে সঙ্গে লইয়া আসিয়াছেন তাহা স্পষ্ট নহে। গড বৃদ্ধ হইয়াছেন। পক্ককেশ, শ্মশ্রুগুম্ফময় মুখমণ্ডল। যীশুর ক্রুশ টি চাহিয়া লইয়া আসিয়াছেন। এখন সেই ক্রুশে থুতনি ঠ্যাকাইয়া ঝিমোইতেছেন।

ধূম্রবর্ণ নিরাকার ব্রহ্ম চক্রের ন্যায় পাক খাইয়া সভায় উপস্থিত হইয়া গোলকাকার ধারণ করিয়া স্থিতু হইলেন। গোলক মধ্যে মধ্যেই খন্ডিত হইয়া ত্রিভুজ, চতুর্বগাকার নানাবিধ আকৃতি লইতেছে। ধূম্র ছড়াইয়া পড়িতে চাইলে দুটি হাত বাহির করিয়া তাহা আকর্ষণ করিয়া নিজপানে আনিবার সক্ষম বা অক্ষম প্রচেষ্টা করিতে উদ্যত হইয়া প্রভু ব্যারিটোনে হাঁক দিলেন সায়ায়ায়ায়াইইইইলেন্স। শব্দ হইলো গঅঅঅঅঅঅঅংং। 

সভার ব্যক্তিবর্গ নড়িয়া চড়িয়া মেরুদণ্ড সোজা করিয়া বসিতে চাহিলেন। 

কথোপকথন শুরু হইলো

নিঃ ব্রঃ - তা ভগা, বল দেখি ইয়ার এন্ডের পার্ফরম্যান্স নিয়ে কী বলার আছে। চাদ্দিকে তো ছড়িয়ে লাট করেচো বাপু। কেস টা কী? 

ভগঃ - আজ্ঞে প্রভু, ইয়ার এন্ড ভালোই গ্যাছে। তা তো আপনি এক্সেল শিটে দেখতেই পাচ্ছেন। কিন্তু আপনার এরকম ভঙ্গুর দশা ক্যানো? 

নিঃ ব্রঃ - হ্যাঁ, আমি কোনো একটা শেপ নিই তারপর তোরা আমায় চাড্ডি, ছাগু, সেকু, নকু, তিনু, মাকু কিছু একটা নামে দাগিয়ে দে আর কী। ম্যালা প্যাঁচাল পাড়িসনি। পাওয়ার পয়েন্ট খোল। 

ভগঃ - যথা ইচ্ছা প্রভু। এই হল গে গত এক বছরে ভারতবর্ষের পাপপূণ্যের হিসেব। পূণ্য ভারে জর্জরিত কোটিপতি মহারথীরা আরও হাজার কোটি টাকা নয়ছয় করে বিদেশে পাপের ঘড়া পূর্ণ করতে গ্যাছে। পাপী কিছু কৃষক (এই যে লিস্ট) দায় ভার বহন করতে না পেরে ঝুলে মরেছে। সিয়াচেনে প্রচুর সেনা জওয়ান প্রাণ বিসর্জন দিয়ে সগগে গ্যাছে, তারপর ঝাঁকে ঝাঁকে অপ্সরা পেয়ে ভারত মাতাকি জয় ধ্বনিতে মুখরিত করে সোমরসে চুবে গায়ে ছ্যাতলা পড়িয়ে ফেলেছে। মানে সব এক্কেরে পারফেক্ট। 

নিঃ ব্রঃ - আচ্ছা। তা ওই পুরুল্যের বাচ্চা মেয়েটা কী পাপ করেছিলো? বড় যে সূচ দিয়ে খুঁচিয়ে মারলি! আসামের কিশোরী টি? গুজরাতের ও খাটুয়ার বাচ্চাটি? আসানসোলের ইমামের কিশোর সন্তানটির কী কী পাপ হয়েছিলো? 

ভগঃ - (ক্ষনিক চুপ থাকিয়া) এক্সটেন্ডেড টার্গেট প্রেশার প্রভু। গুজরাত বা কাশ্মীরের সময় আমি টার্গেটের চাপে তিরুপতি গেসলুম, সেই ফাঁকে... 
এদিকে পুরুল্যের বাচ্চাটির যোনীতে ঢোকার রাস্তা তেমন ছিলনা তাই সূঁচ দিয়ে খুঁচিয়ে রাস্তা করছিলো। যোনী আর লিঙ্গের পবিত্র পীঠস্থান নিয়ে আপনাকে আর কী বলবো প্রভু হেঁহেঁহেঁ। আর আসানসোলের ইমামের ছেলে তো ম্লেচ্ছ, বিধর্মী। তাকে নিয়ে আমি ভাবতে যাবো ক্যানো? ও যাকগে কোল্যাটারাল ড্যামেজ। অত ভাবলে চলে বলুন প্রভু? 

নিঃ ব্রঃ - (ফুঁসিতে ফুঁসিতে, ধূম্র রক্তবর্ণ ধারণ করিয়া) নীচুজাত, ম্লেচ্ছ ছুঁলে তোদের লোকেদের জাত যায়, কলিজা উপড়ালি কি চোখ দিয়ে? মন্দিরের ভিতর রজঃস্বলা নারী ঢুকতে দিসনা, ধর্ষণ করে রক্তাক্ত করলি, তাও চোখ দিয়ে? সব কটাকে অন্ধ করে দেবো।

দেবী শেরাওয়ালি - (নীল পাড় সাদা শাড়ি পরিহিতা, স্বর্ণ মুকুট সামলাইয়া টপাশ করিয়া শেরের পিঠ হইতে অবতরণ করিয়া) অ্যাই চোওওওপ্প (কোলাহল মুখর নব্য দেবদেবী দের)।
নতুন করে আর অন্ধ করবেন কী ভাবে প্রভু, ওরা তো অলরেডি অন্ধ নাহলে কি আর আমরা করে খাই। ভগা, তুমি সাইডে যাও। কৃষ্ণ কই? নন্দন? অ, সেটা তো আবার প্রেম করতে গেছে। কাজের সময় একটাকেও পাওয়া যায় না। যা বলছিলাম প্রভু । সব ওই সিপি....থুড়ি, ভগার অপদার্থতা। খুব ফাঁকিবাজ প্রভু, এর দ্বারা কিস্যু হবেনা। এখন রাম নাম নিয়ে রাজত্ব করছে, ওদিকে নিজের বউটাকে পুড়িয়ে মারলো। আমায় দায়িত্ব দিন। আমি ওর চেয়ে অনেক সুইটেবল ক্যান্ডিডেট, ভালো ম্যানেজার। গত চৌত্রিশ বছর ধরে কিস্যু করতে পারেনি, আমার উন্নয়ন দেখবেন কাকে বলে। কোম্পানি তে চার চাঁদ লাগিয়ে দেবো, সৌন্দর্যায়ন করে দেব, রাজ্যে শিল্প আসবে, কর্মসংস্থান বাড়বে, এটাসেটাশ্রী উপাধি বিতরণ করবো, ত্রিফলা লাগিয়ে দেবো... (আরো প্রতিশ্রুতি বাতাসে ভাসিয়া মিলাইয়া গেলো) 

নিঃ ব্রঃ- আচ্ছা, তা এই দাঙ্গা থামাতে কী করবি মা? বা রেপ আটকাতে? 

শেঃ ওয়াঃ - শরীর থাকলে একটু আধটু রেপ হবেই। আর দাঙ্গা! না না আমার রাজত্বে ওসব হবে না, হলে জানবেন সব সাজানো ঘটনা।  

আল্লাঃ - (মৃদু গলা খাঁকারি দিয়া) প্রভু আমার একটু তাড়া ছিলো, মানে বউ বাচ্চাকে নিয়ে সিনেমা... 

নিঃ ব্রঃ- তা তোর রাজত্বে এত খেয়োখেয়ি কিসের? 

আল্লাঃ - সব শাল...গুলো বাচ্চা শুয়ার। ইইইইইকস সরি, ইবলিশের বাচ্চা। যত্ত বলি ওরে জিহাদ ফিহাদের নামে এসব করিস না। হুর মোটে বাহাত্তর পিসই আছে। আর সাপ্লাই দেবো কোদ্দিয়ে, শাল...রা কথাই শোনেনা। বড্ড লোভী। নাপাক পশুর মত কাদায় মুখ গুঁজে জীবন কাটিয়ে দিলো। যাকগে, আমার ইয়ারএন্ড টার্গেট কমপ্লিট প্রভু, এবারে ইনসেন্টিভ এ লাস ভেগাস টা...  হেঁহেঁহেঁ

নিঃব্রঃ- তুমি নিজেও একটি পাক্কা ওই ওই। শাল... স্কুলের বাচ্চাগুলিকেও ছাড়োনা, টার্গেট মারাচ্ছো। পাকিস্তান আফগানিস্তানে নিজেদের মধ্যে সারাক্ষণ খুনোখুনি! নারীশিক্ষায় মন দাওনা, বিজ্ঞানের সাহায্য নিতে বাঁধে, সব নাকি কুরানে আসে! তোমার পদ কেড়ে নেওয়া হল, বেটার ক্যান্ডিডেট রিক্র‍্যুট করা হবে। তুমি এবার থেকে ডেসপ্যাচ সামলাবে হতচ্ছাড়া। ট্রাক ভুল লোড করেছো কী বেশী করেছো, জুতোপেটা করে তাড়িয়ে দেবো। 

আল্লাঃ - ফ্যাচফ্যাচ, ফোঁৎফোঁৎ করিয়া নাক টানিয়া জোব্বার হাতা দিয়ে সম্ভবত নাক মুছিতে মুছিতে আসন গ্রহণ করিলেন। 

গডঃ- এই সব দেখিয়া তাহার সব টাকে উঠিবার উপক্রম করিয়াছে। সবে আমেরিকার খবরদারী নিয়া উত্তর দিচ্ছিলেন নিঃ ব্রঃ কে। তাহার দুই খানি স্টেলথ বিমান নিখোঁজ হইয়াছে, আল্লার দিকে কম্পমান আঙুল তুলে সবে বলিয়াছেন 'ওই হার...মীর পুত তালিবানরা ঝেঁপে দিয়েছে হুজুর'। 

জিহোভা উঠিয়া ইজরায়েলের খাতা ঘাঁটিতেছিলেন। সবেমাত্র ত্রিংশতী কোটি নম্বর পত্রিকা খুলিয়াছিলেন। প্যালেস্টাইন -গাজা সমস্যা নিয়া তাহার পশ্চাৎ পক্কমি জনিত কারণে নিঃ ব্রঃ'র আপাদমস্তক ঝাড় খাইয়া ভেবলে গ্যাছেন। ইতিমধ্যে বৃদ্ধ গড আর জোব্বায় লুক্কায়িত আল্লাহর ভিতরে তুমুল ক্যাঁচরম্যাচর করিয়া যুদ্ধ লাগিয়া পড়িবার নিমিত্ত। আল্লাহ বলে শাল... বোক...চো..., আমার এরিয়ায় গাঁ...মাজাকি করতে তোর লোকেরা লাস্ট ইয়ারে ১০০ টারও বেশী মিসাইল ছুড়েছে। নিজের টার্গেট নিজে করনা বাপু, তোদের লোক কম আছে? খালি পরের ধনে পোদ্দারি! গড আপন ক্রুশ বাগাইয়া বলেন দেবো ছাই করে হারামজাদা, তোরা সন্ত্রাসবাদী। আল্লাহ বলেন ইইইহহ, অস্ত্র সাপ্লাই তোর মায়ের কোন না... দিতো রে পুঙ্গ... পুত? 

এমত ক্যাডাভ্যারাস অবস্থা দেখিয়া নিরাকার ব্রহ্ম গড ও আল্লাহর মস্তক লক্ষ্য করিয়া আপন ডাঙশ খুঁজিতে ছিলেন হঠাৎ সভায় প্রভূত গোলযোগ। হাতে উন্মুক্ত কলম লইয়া একদল মানুষ প্রবেশ করিলো। 

অ্যাই অ্যাই এখানে কী হচ্ছে? গো অ্যাজ ইউ লাইক? কী সব সাজপোশাক রে বাবা। যাকগে ভালো হয়েছে কমরেডস আজ এখানে আপনারা সব্বাই উপস্থিত। সমসাময়িক কালের ধর্মীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের কলম চলবে, মিছিল চলছে চলবে  এই মিছিলে শামিল হন সব্বাই এই অনুরোধ। ( আওয়াজ উঠলো - ধর্মব্যবসা নিপাত যাক, নিপাত যাক। এএএএই ধর্মের দালালদের কালোহাত ভেঙেএএওএ দাআআআও গুঁড়িয়ে দাও, ভেঙে দাও গুঁড়িয়ে দাও) 

নিঃব্রঃ- (কম্পিত স্বরে) তোতোতোতোমরা কারা?

সমবেতস্বরে - আমরা মুক্তমনা, যুক্তিবাদী নাস্তিক। (হস্তের উন্মুক্ত কলম ঝিকাইয়া উঠিয়া প্রভা বিকিরণ করিতে লাগিলো)। 

(আতঙ্কসূচক কোলাহলের সাথে) দেবদেবী, গড, আল্লাহ, জিহোবা সক্কলেই আপন আপন পশ্চাৎ দেশ হস্ত দ্বারা আচ্ছাদনপূর্বক ফুউউউউউসসস শব্দ করিয়া সভা হইতে পলায়ন, ইয়ে মানে অদৃশ্য হইলেন, ধূম্রবর্ণ নিরাকার ব্রহ্মও কাঁপিতে কাঁপিতে ছড়াইয়া বাতাসে মিলাইয়া গেলেন। বাতাসে স্বস্তিদায়ক সুর ধ্বনিত হইতে লাগিলো। 

জাগিয়া রহিল কেবল শাণিত - উন্মুক্ত কলম...

(লেখাটি কাল্পনিক। কোনও সম্প্রদায়কে আঘাত দেবার উদ্দেশ্যে এটা লেখা হয়নি।)

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours