দীপান্বিতা বন্দ্যোপাধ্যায়, লেখিকা ও চিত্রগ্রাহক, কলকাতা:
কাশ্মীর থেকে বিলোপ ধারা ৩৭০। তর্ক বিতর্কের রেশ কাটতে না কাটতেই তারই মধ্যে এসে হাজির খুশির ঈদ। ঈদ মানেই বাঁধন হারা আনন্দ ও মাতোয়ারার উৎসব। কিন্তু হিমেল উপত্যকায় এই ঈদ ঘিরে আশঙ্কার কালো মেঘ উঁকি দিয়েছিল কাশ্মীর কি কলি থেকে তাঁর মনের বান্দার মানসপটে। তবু সব হুঙ্কারকে বাইবাই করে এদিনের সকাল ফিরে পেল ভূস্বর্গের হারিয়ে যাওয়া মুক্তির আনন্দকে।
ঈদের মতো উৎসবের দিনেও আতঙ্ক ছড়িয়ে রয়েছে উপত্যকার মানুষদের মনে। উৎসবের নিদারুণ তোড়জোড় শুরু হলেও আতঙ্ক তাদের দিবারাত্রি তাড়া করে বেড়াচ্ছে। শহরের কিছু দোকান পাট খুললেও তা ক্ষণস্থায়ী হয়নি। সাথে ছিল পুলিশের কড়া তহলদারি।
এর ই মধ্যে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন উপত্যকার মানুষের যাতে কোন অসুবিধা না হয় ঈদ পালনের তার দিকে তিনি নজর রাখবেন। ৩৭০ ধারা রদ করার সঙ্গে সঙ্গে মানুষ উন্নয়নকে কাছ থেকে দেখতে পাবেন। এটিএম গুলোতে টাকা তোলার লম্বা লাইন থাকলেও প্রায় প্রতিটি এটিএম ই ছিল কার্যত অর্থ শূন্য।
কারফুর কারণে বিভিন্ন জায়গায় কাজের ব্যাঘাত ঘটেছে দিন ভর। ঈদের বিক্ষোভ দমনের জন্য জমায়েত করা হয়েছে সেনা জওয়ানদের। কাশ্মীরের সুদিন আসবে বলে আশা প্রকাশ করেছেন বিভিন্ন মহল সূত্রে জানা গেছে।
Post A Comment:
0 comments so far,add yours