Fiture
সুকন্যা পাল, সাংবাদিক, কলকাতা:

সারা দেশের সঙ্গে অন্ডালের দক্ষিণখন্ডেও আয়োজিত হয় স্বাধীনতা উৎসব। সেই উৎসবে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি দুস্থ মানুষ ও এলাকার বাচ্চাদের ভোজন করানো হয়। মা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের তরফে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল উৎসবের অঙ্গ হিসেবে। একইসঙ্গে সেখানে রাখি উৎসব পালন করা হয়। আর তাতেই চমক ছিল সমগ্র অনুষ্ঠানের। পরিচিত পরিজনদের পরস্পর রাখি বেঁধে দিয়েই ক্ষান্ত থাকেন নি। এলাকার কুকুরদেরও সংস্থার তরফে রাখি পড়ানো হয়।
আয়োজকদের দাবি, কুকুর আক্রমণের শিকার হতে পারে না। তারা আমাদের বন্ধু। তাই এই প্রয়াসকে মানুষ আর না - মানুষের রাখি বন্ধনের প্রতীক বলতেই পারেন।


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours