দেবর্ষি মজুমদার, লেখক, বীরভূম:

'আজ নবীন মেঘে সুর লেগেছে' গীতাঞ্জলি শিক্ষায়তনের সান্ধ্য অনুষ্ঠান কবির মেঘদূতের মেঘ মেদুর ভাবনা মনে করিয়ে দিল বার বার রামপুরহাট রেলওয়ে রঙ্গ মঞ্চে!  
 সঞ্চালিত ভাষ্যে  ফুটে উঠল, আজি বৃষ্টি ঝর ঝর দূরন্ত পবন অতি— বয়ে আনল-আজ নবীন মেঘে সুর।প্রতি বর্ষা দিয়ে গেছে নবীন জীবন কবির সঙ্গীতে।  আষাঢ়  মাস  কবির এই ভাবনার কেন্দ্র ঠিকই, কিন্তু শ্রাবণের শেষ সন্ধ্যায়  মনে করিয়ে দিল সেই মেঘদূতকেই!! যখন শিক্ষায়তনের ছাত্র ছাত্রীরা গেয়ে উঠলো-- আষাঢ় কোথা হতে পেলি --
প্রকৃতি প্রেম বিরহ হৃদয়ানুভূতি সব কিছু ছিল এদিনের অনুষ্ঠানের উপজীব্য। সব মিলিয়ে বত্রিশটি গানের ডালি নিয়ে হাজির ছিল গীতাঞ্জলির ছাত্র ছাত্রীরা।
 'তাদের কন্ঠে ---বিরহ বিধুর  গানে মেতে উঠলো সবার হৃদয়।  সে হোক- 'আজি ঝরো ঝরো মুখর বাদর দিনে'। কিম্বা বিভাস-বাউল রাগে গেয়ে ওঠা---
'শ্রাবণ, তুমি বাতাসে কার আভাস পেলে--
পথে তারি সকল বারি দিলে ঢেলে।
কেয়া কাঁদে, "যা য় যা য় যায়।' কদম ঝরে, "হা য় হা য় হায়।' ...কালো মেঘের আর কি আছে দিন,   ও যে হল সাথিহীন'।
পায়ে পায়ে ৭ বছর পথ চলা শিক্ষায়তনের এই প্রথম বার্ষিকী অনুষ্ঠানে মোট ৪৫জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে ছিলেন সহযোগী যন্ত্রানুষঙ্গে কীবোর্ডে বিকি দত্ত,  অক্টোপ্যাডে কৌশিক দত্ত, তবলায়  সুমন্ত মুখোপাধ্যায় ও তাপস ভট্টাচার্য, মন্দিরায় লক্ষ্মীকান্ত বন্দ্যোপাধ্যায়, এসরাজে প্রেমাংশু এবং  সঞ্চালনায় পারভিন ও স্বাগতা। মঞ্চ সজ্জা ও দৃশ্যায়নের ভাবনায় গীতাঞ্জলী শিক্ষিয়াতনের শিক্ষিকা ও কর্ণধার প্রিয়াঙ্কা মুখোপাধ্যায়। সাউন্ডে রজত রুজ ও আলোক সজ্জায় ছিল চন্দন লাইট।

অংশগ্রহণকারীদের মধ্যে মুখ্য ভূমিকায় ছিলেন রজত মুখোপাধ্যায় ও প্রিয়াঙ্কা মুখোপাধ্যায়।  বর্ষা বন্দনায় দর্শকদের মোহিত করে  রজত মুখোপাধ্যায়ের সুকণ্ঠে ‘আজি বরিষণে মুখরিত’, পম্পা বন্দ্যোপাধ্যায়ের 'এস নিপ বনে' এবং লিপ্সা সরকারের 'আকাশ তলে দলে দলে'। অংশগ্রহণে ছিল ঐশী মজুমদার, লুম্বিনী মুখোপাধ্যায়, রিমঝিম বন্দ্যোপাধ্যায়, শর্মি ভট্টাচার্য, মৌলি, পৌলমী, বিকাশ, বিনীতা, ময়ুরাক্ষ্মী, ঈশ্বর, দেবিকা, সায়ন্তিকা, তানিয়া, মেঘনা, রায়না, ঈশা, প্রিন্স, দেবাঞ্জলী, দেবপ্রিয়া, রঞ্জা, অঙ্গেরৃজা, শুভশ্রী, প্রেরণা, প্রতীক্ষা, সৌম্যদ্বীপ। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের কৃষি মন্ত্রী আশীষ বন্দোপাধ্যায়। সম্বর্ধনা প্রদান করা হয় বিশিষ্ট সঙ্গীত শিল্পী চৈতি মজুমদারকে।




Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours