সীমন্তী দাস, লেখিকা, দুর্গাপুর:
বাঘ দেখেছিস? না । অনেক গহীনে থাকে।আমার বাপ দেখিছে। মধু আনতে
গিয়ে। ওহ। তাহলে আমি বাঘ দেখতে পাবোনা,কি বল? একগাল হেসে সজোরে দু দিকে মাথা নাড়ালো ছেলেটা।
ওকে দেখে চা সন্ধানীরা রসে গলা ভেজানোর সিদ্ধান্ত নিলো।নিমেষেই শেষ হয়ে গেল ওর রস।বেচারা কয় গ্লাস বেচেছে তাই হিসেব নেই।একশো টাকা হাতে পেয়ে কি খুশি।গুড় নেবে দিদি?কোথায় রে?আমি ছুট্টে নিয়ে আসবো।গুড় সাথে আরো রস।বলেই উধাও হয়ে গেল।কিছুক্ষণ বাদেই উপস্থিত।কি রে উড়ে এলি?
বৌদিরা এতক্ষণে উঠে পরে রস খাবো রস খাবো শুরু করেছে।রস মুখে দিয়েই বললো এমা একদম চিনিজল।তোমরাও যেমন।রাম ঠকা ঠকলে।
যতসব,মুখটাই নষ্ট হয়ে গেল।
দাদারাও কেমন চুপসে গেল।আমার ভাইটি ও নিরবে যেতে যেতে আমাকে বলে গেল গুড় খেলে আমাকে তোমার মনে পরবেই দিদি।
হায়রে শহুরে সভ্যতা।কে এফ সি তে নীল জল ওরা পঞ্চাশ টাকায় কেনে মহা আনন্দে খায়, সেখানে কোন চুরি নেই।কর্পোরেট" টুপিতে"ও স্ট্যাটাস বাড়ে।
জিম ঘুম থেকে উঠেই নাকি সকলের ঘর থেকে চেয়েচিন্তে খেয়ে বেড়াচ্ছে।আমাকে বললো ,আমি বিঘ্নেশ ।গনেশ ঠাকুর।হামকো ভুখ লাগা।মোদক দো মাতে।ওর জ্যা ওকে দুটো কলা কোথা থেকে এনে দিলো।
আমি বাদে সবাই নাকি রেডি।
তাড়াতাড়ি তৈরী হতে হবে।মা দেখো পুকুরে জল গরম হচ্ছে।নীচে বিশাল এক কড়াইয়ে জল ফুটছে।বালতি প্রতি কুড়ি টাকা।
যথারীতি আমার হুড়োহুড়ির ফলে নিজের জামাকাপড়ের অদ্ধেক পেলাম।ভাগ্যিস মেয়েটা বড় হয়ে গেছে ওর জিনিস দিয়ে বেশ ম্যানেজ হয়ে গেল।
আজ সারাদিন লঞ্চে থাকা।রাতে আবার নতুন হোটেল।তাই ব্যাগ বস্তা সঙ্গেই চললো।হঠাৎ My shoes bag?কিশোরী কন্ঠের চিৎকার। আবার চলো লজে।আসলে ড্রেসের সাথে ম্যাচ করে জুতো, চটি।
কম নয় মাত্র ছয় জোড়া।
যাক।ফিরতে হবেনা।দাদা আস্বস্ত করলেন।তিনি নিজে হাতে নিয়ে এসেছেন।কে যেন বললো মাথার আনা উচিত ছিলো।
সকালের জলখাবার সেই লুচি, ডিম।আমরা আজ যাবো সুধন্যখালি,সজনেখালি,পঞ্চমুখানী।
লঞ্চ চলেছে পাড় ঘেঁষে।এখন ভাটার টান।নৌকারা হাওয়ায় পাল তুলেছে।নানা রঙের পাখি উড়ছে।
রোদ পরে জলের ঝিকিমিকি রূপে আচ্ছন্ন হয়ে পরেছি।
মনের মধ্যে সেই রবি ঠাকুরের আনাগোনা।
হঠাৎই "তুমি রবে নীরবে, হৃদয়ে মম গানটা কেমন গলা ছেড়ে বেড়তে চাইছে।নিজেকে ই প্রশ্ন করলাম, আচ্ছা এই তুমিটা কে বলোতো?
যেন এই অরণ্য ভেদ করে বাতাস এসে খবর দিলো,আমি গো আমি।
হঠাৎই কানে এল,গেল গেল রব। অবাক হয়ে দেখি......(ক্রমশ)
Post A Comment:
0 comments so far,add yours