সর্পিতা বোস, গবেষক ও প্রকৃতিপ্রেমী, কলকাতা:
বাড়ির সৌন্দর্যায়নের জন্য তো আমরা অনেক গাছই বাড়ির বাগানে লাগিয়ে থাকি, কিন্তু বেশিরভাগ সময়ই আমরা জানতে পারিনা সেটা কিভাবে অন্য কীটপতঙ্গকে সাহায্য করছে | এইরকমই একটি গাছ হলো রঙ্গন (Ixora sp.), যেটা আমরা প্রায়শই বাড়ির বাগানে বা ছাদে টবে লাগিয়ে থাকি |
এই গাছটির যে সৌন্দর্যায়ন ছাড়াও একটি বড় উপযোগিতা আছে তা আমরা অনেকেই জানিনা |
Monkey Puzzle (Rathinda amor) নামের একটি প্রজাপতি এই গাছটিকে হোস্ট হিসাবে ব্যবহার করে |
এর পাতা ও ফুল খেয়ে বড় হয় শুককীট অবস্থা থেকে এবং একটি নয়নাভিরাম প্রজাপতিতে রূপান্তরিত হয় | এভাবে আরো নানান প্রজাপতি আমাদের আশেপাশেই বেড়ে ওঠে যা হয়তো আমরা জানতেও পারিনা |
আমরা যদি প্রকৃতির প্রতি আরেকটু যত্নশীল হই তবে জগৎটাকে আরেকটু সজীব করে তোলা সম্ভব হবে |
Post A Comment:
0 comments so far,add yours