old temple
ভবানীপ্রসাদ ভট্টাচার্য্য, ফিচার রাইটার, দুর্গাপুরঃ বাল্যকাল থেকেই ভল্লুপদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ছিল সহজাত ! যৌবনে পদার্পন করেই তিনি নিজ বাহুবলে রাজ্য স্হাপন করলেল যে স্হানে তাঁর রাজধানী স্হাপিত হ'ল সেই জনপদের নাম হ'লো ভাল্লী! ভল্লুপদ প্রতিষ্ঠিত রাজবংশ সম্পর্কে জানা যায় তাঁরা প্রকৃত পক্ষে সৌরাষ্ঠ বা অযোধ্যা থেকে আগত ! এজন্যই তাঁদের বলা হয় বহিরাগত ক্ষত্রিয়, কিন্তু গবেষকদের মতে ভল্লুপদ রাজবংশ গোপভুমে গোপরাজা রূপেই স্বীকৃত! আর গোপ সম্প্রদায় যাদব ক্ষত্রিয়!১৩১০ বঙ্গাব্দে চন্দননগরে বঙ্গীয় পন্ডিত সমাজ বঙ্গীয় সদগোপ সভায় জানান, বঙ্গীয় সদগোপরা ব্রজভুমি থেকে আগত এবং যদুকুলপতি শ্রীকৃষ্নের উত্তর পুরুষ নন্দবংশীয় গোপ বংশজাত ! মেদিনীপুরের নারাজোলের জমিদার নরেন্দ্রলাল খাঁ বাহদুর বঙ্গীয় সদগোপ সভার শ্রীরামপুর অধিবেশনে সভপতপির অভিভাষনে বলেন,"সদগোপগন পশ্চিম ভারতের আহীরদের বংশধর " আবার অধ্যাপক ডঃ যোগেশচন্দ্র
রায়ের মতে, সদগোপ সম্প্রদায় উত্তর পশ্চিম ভারতের গর্জর বংশের এবং বাংলার আহীর গোপ সম্প্রদায়ও জাঠ গর্জর বংশের! এরা মথুরা বৃন্দাবনের যদু বংশীয় ক্ষত্রিয়! প্রথম দিকে সকলের বৃত্তি ছিল গোপালন ও কৃষিকাজ,পরবর্তীকালে পেষাগত কারনে গোপ সম্প্রদায় দুটি ভাগে বিভক্ত হয়, একটি অংশ কৃষিকাজকেই একমাত্র বৃত্তি হিসাবে গ্রহন করে তারা সদগোপ সম্প্রদায় নামে পরিচত হয় অন্য অংশটি গোপালন সহ কৃষিকে জীবনের হিসাবে বেছে নেয় তাঁরা গোপ ( গোয়ালা) নামে পরিচিত হয়! বঙ্গীয় সদগোপসভার প্রাক্তন সভাপতি রায়বাহাদুর শরৎচন্দ্র ঘোষ ' সদগোপ জাতির ইতিহাস ' গ্রন্হে উল্লেখ করেছেন, তিন'শ বছর পূর্বে গোপ সম্প্রদায় থেকে একটি গোষ্ঠী বিচ্ছিন্ন হয়ে সদগোপ সম্প্রদায়ের সৃষ্টি হয় !এই বিভাজনের সময়কাল আনুমানিক সপ্তদশ খ্রীষ্টাব্দ! ভিন্ন ভিন্ন মত থাকলেও রাজা ভল্লুপদের শাসনকাল সম্ভবতঃ খ্রীষ্টীয় একাদশ -দ্বাদশ শতক! তখনও গোপসমাজের বিভাজন ঘটেনি! তাই ভল্লুপদকে গোপরাজা বলা সঙ্গত,
যদিও বর্তমানে এই বংশের পদবী ' রায়,' এঁরা সদগোপ সম্প্রদায়ভুক্ত! গোপভুমে ভল্লুপদ প্রতিষ্ঠিত রাজ বংশের সাথে ভালুকের নিবিড় সম্পর্কের বিষয়ে নানা লোককথা প্রচলিত !পূর্বেই উল্লেখ করা হয়েছে, কিংবদন্তী অনুযায়ী সদ্যজাত ভালুক সদৃশ এক পরিত্যক্ত যে শিশুকে ভালুকের দল রক্ষা করেছিল সেই শিশুই পরবর্তীকালে রাজা ভল্লুপদ নামে খ্যাত হ'ন!.............( চলবে) 

Share To:

THE OFFNEWS

Post A Comment:

1 comments so far,Add yours

  1. তাহলে গো-পালন কারী গোপগণ কোন বর্ণের?? ক্ষত্রিয়, বৈশ্য নাকি শূদ্র??

    ReplyDelete