একমাত্র তিনিই ছিলেন পূর্ব প্রকৃত উত্তরাধিকারী, বেশ উজ্বল ছিল তাঁর উপস্হিতি ! তুলনায় অন্যরা ছিলেন নিস্প্রভ ! রাজা বৈদ্যনাথই ছিলেন ভল্লুপাদ রাজ্য বংশের শেষ রাজা! তাঁর সময়েই বঙ্গে বর্গীহামলা শুর হয়! এই বর্গী হামলায় তিনি নিহত হ'ন! তাঁর মৃত্যুর পর বর্গীদের লাগেমছাড়া লুটতরাজে এই রাজ বংশ সম্পুর্ন বিধ্বস্ত হয়ে যায়! পরে আর মাথা তোলার সুযোগ পায়নি! বর্গীহামলার অব্যবহিত পরেই ১৭৪৪ খ্রীষ্টাব্দে বর্ধমানের মহারাজা চিত্রসেন রাই গোপভুম অধিকার করায় সমগ্র গোপভুমের সাথে অমরার গড়ের ভল্লুপাদ রাজ্য বংশের অবসান ঘটে!
দীর্ঘ সাত'শ বছরের গোপ রাজরা কোথাও ক্ষুদ্র স্বাধীন রাজা কোথাও সামন্ত রাজা হিসাবে নিজেদের টিকিয়ে রাখলেও প্রকৃতির খেয়ালে কালের করাল গ্রাসে বিনীন হয়ে ইতিহাসের পাতায় ঠাঁই নিল! ...........(চলবে)
Post A Comment:
0 comments so far,add yours