Vromon kahini
সীমন্তী দাস, লেখিকা, দুর্গাপুর: সুন্দরবন ,বিশ্বের সবচেয়ে বড় ম‍্যানগ্রোভ বনাঞ্চল। ১০,০০০স্কোয়ার কি মি।যার ৪০%পশ্চিম বঙ্গে ও ৬০% বাংলাদেশে।চারটি বড় নদী গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা ও বালেশ্বর নদী এখানে বঙ্গোপসাগরে মিশেছে। সুন্দরী, গরান, কেওড়া এই বনের প্রধান গাছ। যেখানে ই সুন্দরবন সেখানে ই বিশাল এক বাঘ আপনার জন্যে মালা নিয়ে সপরিবারে ওয়েলকাম করার জন্যে তীরেই অপেক্ষা করছে এমন ধারণা নিয়ে ঘুরতে যারা যান তাদের জন্য--- বিগত বাঘ সুমারী অনুযায়ী এই এত বড় জঙ্গলে মাত্র ৩৬০টি বাঘ আছে।এখানকার বাঘ বিশ্বের অন্যান্য অঞ্চলের বাঘের চেয়ে বেশি ক্ষিপ্র ও ভয়ংকর।এর প্রধান কারণ প্রকৃতির সাথে লড়াই।মিষ্টি জলের সোর্স এখানে খুব কম।পেও জলের হাহাকার বাঘেদের মধ্যেও আছে।লবনাক্ত জল খেয়ে ওদের শরীরের মধ্যে সবসময় এক অস্বস্তি কাজ করে।
তাই এদের মেজাজ ও বেশ তিরিক্ষি। তাই বাঘ এখানে আমাদের মামা নন। বাঘের দেখা মেলার শ্রেষ্ঠ সময় ফেব্রুয়ারি থেকে অগাস্ট। আর এপ্রিল থেকেই সাধারন টুরিস্ট ওখানে রেসট্রিকটেড। ফিরে আসি লঞ্চে। লঞ্চের পেটের ভেতর ছয় শয্যা বিশিষ্ট ডরমেটারি।বাথরুম সহ‌।ওপরে ডেক।টেবিল চেয়ার রাখা।মেশিন ঘরের সামনে একটি চৌকি পাতা।আগামী তিনদিন ওটা আমার একান্ত শয্যা। এরমধ্যেই চলে এসেছে বহু আকাঙ্খিত লুচি।শুধু কি লুচি।সাথে আলু চচ্চড়ি, ডিম, কলা,জয়নগরের মোয়া।লুচির সাথে ডিম কলার মেলবন্ধন এই প্রথম দেখলাম।সকলেই খুশ। ছানা পোনার দল বেশ মেতে উঠেছে।বড়রাও বেশ জাকিয়ে বসেছে।ফুরফুরে হাওয়া সাথে মিঠা রোদ।ঢিমে তালে লঞ্চ চলছে।নিচের শোয়ার ব‍্যবস্থায় বৌদিরা ভীষন খুশি।খিদের পেটে সকলের লুচি দু তিনটে বেশি হয়ে গেছে তাই একটু গড়িয়ে না নিলে মাথা ব‍্যথা হতে পারে।তাই প্রমীলা বাহিনী নীচে চলে গেল।ছেলে মেয়েরা প্রথম থেকেই ওখানেই আসর জমিয়েছে।তারা মা ,কাকিমার আগমনে বিশেষ খুশি হলনা সেটা জানা কথাই।মায়েদের কিছু অকারন বাক‍্যবাণ কানে এল। এরমধ্যেই পরিচিত হতে শুরু করেছি লঞ্চের মানুষ জনের সাথে।যারা আগামী তিন দিনের কান্ডারী।সাদিক আমাদের ভাষায় ইভেন্ট ম‍্যানেজার।সাথে তিনটি ছেলে।বোটম‍্যান খোকন,হেল্পার হাসু ও রবার্ট।রাধুনীর নাম জানিনা।সাথে বছর চারেকের ইরফান।সাদিকের মা মরা ছেলে। লঞ্চ পার ঘেঁষে চলেছে। এখন ভাটা।পরিচিত গলার গুনাগুনে চমক ভাঙলো,"আমায় ভাসাইলিরে আমায় ডুবাইলি রে"।
গায়কের গান কানে যেতেই প্রশ্নটা হাওয়ায় ভেসে এল ,কে ?সে কে?এতবছরের ব্রহ্মচারীর মনে ঢেউ তুলেছে? সব প্রশ্নের উত্তরের খোঁজ কি খুব জরুরী? হয়তো না। (ক্রমশ)


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours