ভবানীপ্রসাদ ভট্টাচার্য্য ফিচার রাইটার দুর্গাপুরঃ ধর্মমঙ্গল কাব্যে ইছাই ঘোষ ও লাউসেনের দ্বন্দ্বের কাহিনী আগেই বিবৃত হয়েছে! ইছাই ঘোষের মৃত্যুর পর ঢেঁকুর গড় দখল করলেও এখানে লাউসেন কতদিন রাজত্ব করেছিলেন সে বিষয়ে ইতিহাস নিরব, মঙ্গলকাব্যেও তাঁর স্পষ্ট উল্লেখ নেই!
পাল রাজা রাম পালের সভাকবি সন্ধ্যাকর নন্দী রচিত " রাম চরিত " কাব্যে তৎকালীন বঙ্গ দেশের আর্থ সামাজিক ও রাজনৈতিক অনেক তথ্য পাওয়া যায়! এই কাব্যেই উল্লেখ আছে সেই সময়ে অর্থাৎ একাদশ - দ্বাদশ শতকে বঙ্গভুমে ও আশেপাশে বেশ কিছু সামন্ত রাজা ছিলেন, তাঁদের রাজ্যসীমা ছোট হলেও শৌর্যবীর্যে তাঁরা স্বাধীন রাজাদের মতোই আপন আপন এলাকা দাপটের সাথে শাসন করতেন !এঁদের চতুর্দশ সামন্ত চক্র বলা হ'তো! এঁদের একজন হ'লেন ঢেক্করীরাজ প্রতাপ সিংহ,
প্রতাপ সিংহকে ঢেক্করীরাজ বলে উল্লেখ করা হয়েছে, প্রশ্ন এই ঢেক্করী কোথায় ? ঐতিহাসিক হর প্রসাদ শাস্ত্রীর মতে এই ঢেক্করী নগর উত্তর রাঢ়ে অবস্হিত এবং ইহাই ঢেকুর গড় নামে পরিচিত, যেটি অজয় নদের দক্ষিনতীরে কাঁকসার গৌরাঙ্গপুর মৌজায় অবস্হিত!
. এই এলাকা গোপরাজ্যের অন্তর্ভুক্ত ছিল!
করবে রাজ দিব্যক কর্তৃক দ্বিতীয় মহীপাল নিহত হলে তাঁর পুত্র রামপাল সিংহাসনে আরোহন করেন এবং পিতৃরাজ্য পুরুদ্ধারের জন্য চতুর্দশ সামন্তরাজার সাহায্য নিয়ে কৈবর্ত রাজ ভীম ( দিব্যকের পুত্র) কে পরাস্ত করে বরেন্দ্র ভুম দখল করেন!
সেই সময় গৌড়রাজ রামপালকে গোপভুমের প্রখ্যাত রাজা প্রতাপ সিংহ প্রভুত সাহায্য করেন! প্রতাপ সিংহ একজন ঐতিহাসিক ব্যক্তি এবং ঈশ্বর ঘোষের পরবর্তী ঢেঁকুরের রাজা ছিলেন l ( চলবে)
Subscribe to:
Post Comments (Atom)
Post A Comment:
0 comments so far,add yours