Fiture
মিলন গোস্বামী, সাংবাদিক, বীরভূম: উষ্ণায়নের ফলে জলস্তর যেমন কমছে, তেমনি পাল্লা দিয়ে বাড়ছে দূষণ -আর এর থেকে মুক্তি পেতে হলে বাঁচাতে হবে প্রকৃতিকে ,লাগাতে হবে গাছ ।বাংলার অবিচ্ছেদ্য বাউল ফকির সম্প্রদায় নিজেদের প্রকৃতির অবিচ্ছেদ্য অঙ্গ বলে মনে করেন। 

তাই প্রকৃতিকে বাঁচাতে নিজেরাই উদ্যোগী হয়ে বীরভূমের যে গ্রামে লাগালেন গাছ, বৃষ্টির কামনায় অনুষ্ঠান করলেন বর্ষামঙ্গল ,সেই গ্রামের নামটি রামপুর । শ্রাবণ মাস পড়ে গেলও আকাশে দেখা নেই মেঘের ,যে সময় অঝোর ধারায় বৃষ্টি হওয়ার কথা, সেই সময় প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে মানুষ। বিশ্ব উষ্ণায়নের করাল গ্রাসে এমনই অবস্থা। এর হাত থেকে প্রকৃতিকে বাঁচাতে প্রয়োজন প্রচুর সংখ্যক গাছ লাগানোর ।বীরভূমের রামপুরের অজয় তীরবর্তী রাস্তার দুধারে বীজ বপন করে
সবুজায়নের লক্ষ্যে পথে নেমেছে শ্যামসখা । তাদেরই উদ্যোগে বর্ষামঙ্গল অনুষ্ঠান। দু'দিনব্যাপী এই অনুষ্ঠানে দুই বাংলার বাউল ফকির মিলিত হন। প্রার্থনা করেন বৃষ্টির, সবুজের মাঝে দিনের আলোয় অবলীলায় প্রকৃতি সাধনায় একতারা আর খমক এর তালে বাউল ফকির মিলিত হন।


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours