Story
মোনালিসা মুখোপাধ্যায়, ফিচার রাইটার, হুগলি: আমি তখন ইলেভেন এ পড়ি যতদূর মনে পড়ে। সেই সময় রিলিজ হল শাহরুখ খানের ডর। তাতে একটা গান ছিল "তু হাঁ কর ইয়া না কর, তু হ্যায় মেরি কিরন"। যাই হোক একদিন কোচিং ক্লাসে প্রদীপ বলল "শোন"। আমি বললাম, "বল কি বলবি? " "আচ্ছা মেরি কিরন গান টা তে তু হাঁ কর কেন বলছে? আবার সঙ্গে সঙ্গে না বলে মানা করছে।" প্রদীপ আসত দিয়াড়া থেকে সোজা সাপটা গ্রামের ছেলে। আমি অবাক হয়ে বললাম, "কেন বলবে না?" " না ওই রকম রোমান্টিক সিনে জুহি হাঁ কেন করবে?ওটা তো খাবার খাচ্ছে না।" শুনে আমার চোখ কপালে। রেগে বললাম শোন, এই হাঁ সেই হাঁ নয়। এটা হাঁ ওটা হাঁ।
ওকে হাঁ করতে কেন বলবে রে হাঁ করতে বলেছে। প্রদীপ অবাক হয়ে বলল আমিও তো তাই বলছি হাঁ কেন? "হাঁ নয় রে হাঁ ।" "সেটাই তো হাঁ কেন?" আবার বলছিস? রাগের চোটে ওকে বলতেই পারছি না যে হাঁ মানে ওখানে কি।হাঁ আর হাঁ নিয়ে দুজনের তুমুল ঝগড়া শুনে স্যার ছুটে এলেন হাঁহাঁ করে। আমি রেগে লাল বলে যাচ্ছি গেঁয়ো ভুত হাঁ আর হাঁ এর মানে বোঝে না সিনেমা দেখতে গেছে। সেই শুনে স্যার বললেন তোমরা দুজন হাঁ করা স্টুডেন্ট দুদিকে গিয়ে বসো আগে। ক্যালকুলাস এর একটা যদি না মেলে দুজনের বাড়ীতে খবর যাবে। মনে মনে প্রচুর রাগ নিয়ে অংক করতে বসলাম বিড়বিড় লাগলাম যে কি আক্কেল, অত মিষ্টি জুহি চাওলা কে হাঁ করতে বলছে। বেরসিক কোথাকার। আজ হঠাৎ গান টা শুনে প্রদীপ কে মনে পড়ল। সেই হাঁ করা শয়তান টা এখন হায়দ্রাবাদে চাকরী করছে। ভাবতেই হাহা করে হেসে ফেললাম। দিনগুলো হারায় নি। মনে আসা যাওয়া করছে, করবে। কেরিয়ার গড়ার লক্ষ্য ছিল তার সাথে ছিল নিঃসার্থ বন্ধুদের সুন্দর সঙ্গ।কেরিয়ার গড়ার ইঁদুর দৌড় এতটা ছিল না। হাই হ্যালো কম ছিল। ছিলএই শোন অথবা কিরে শুনছিস,বা এই কালা।(শুনতে না পেলে বলা হত। খুব আধুনিক নয় আর খুব পুরনো নয় ঠিক যেন জুহি চাওলার সরলতায় ভরে ছিল আমাদের সেই বন্ধুবেলা। সরলতা কি? আমার কাছে উত্তর সরলতা জুহি চাওলা। তাকে ঘিরেই তো এই ঘটনা ঘটিয়ে ছিলাম। কয়ামত সে কয়ামত তক থেকে আমার মনে যার ছবি বা তাকে নকল করা আজও। আমার মনে হয় সবার মনেই একটা এরকম জুহি থাক।
বেশ ভালো হবে।ওই ইনোসেন্ট মুখ দেখলেই ভালোবাসতে ইচ্ছে করবে। আর থাক শাহরুখ খান? না না ওই প্রদীপের মত ছেলেমানুষী মাখা একটা মন। এইরকম মন আর মুখের মিলমিশে আনন্দের টুকরোগুলো কুড়িয়ে নিয়ে স্মৃতি তে ভরে উঠুক রোজকার দিনগুলো।


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours