চন্দ্রাবলী বন্দ্যোপাধ্যায়, ম্যানেজিং এডিটর, দ্য অফ নিউজ, কলকাতাঃ বেহালা ইসলামিয়া মাঠে ৩০শে জুন, মর্নিং ওয়াকার্সে উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সাধারণত আমরা দেখে থাকি ইয়ং জেনারেশনের ছেলেরাই এই উদ্যোগ নিয়ে থাকে।
কিন্তু এখানে উল্লেখ্য বিষয় হলো যারা এই স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করেছে অধিকাংশই পঞ্চাশোর্ধ। তাদের উৎসাহ ও উদ্দীপনা ছিল লক্ষণীয়। সাধারণত দেখা যায় রক্তদান শিবিরে পুরুষরাই বেশি কিন্তু এখানে প্রচুর মহিলা দাতাও ছিল। প্রধান উদ্যোক্তা ছিল গৌড়হরি দাস (মেজদা) ও মিহির বিশ্বাস। এরা দুজনেই ষাটোর্ধ্ব ব্যক্তি। এছাড়াও বিষ্ণু রায়, চন্ডী দাস, সুপ্রিয় দাস, অমর দত্ত, সুব্রত বোস,টুটুল বড়ুয়া, বিমল দাস এদের অক্লান্ত পরিশ্রম ও উদ্দীপনা ছিল লক্ষণীয় এবং ব্যাবস্থাপনায় ছিল অশোক বিশ্বাস। এটাই তাদের প্রথম উদ্যোগ এবং তারা প্রচুর সাফল্য পেয়েছে ।
Post A Comment:
0 comments so far,add yours