Joy hind
ব্যুরো, দ্য অফনিউজঃ হায়দ্রাবাদের একটি শহর, নাম জামমিকুনটটা। প্রতিদিন সকালে আমাদের জাতীয় সংগীত বাজানো হয় 16 টি লাউড স্পিকারের মাধ্যমে। সেই সময় ওই শহরের সমস্ত মানুষ 52 সেকেন্ড দাঁড়িয়ে পড়ে, সেই অবস্থায় থাকে তারপর তাদের কাজ আরম্ভ করে। বিভিন্ন যানবাহন ও দাঁড়িয়ে যায়। এটাই স্বাভাবিক ঘটনা, কিন্তু আজকে শতকের এই জায়গায় দাঁড়িয়ে ঘটনাটা অভিনব লাগে।
Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours