চন্দ্রাবলী বন্দ্যোপাধ্যায়, ম্যানেজিং এডিটর,দ্য অফ নিউজঃ
আজকাল পুরুষ, নারী নির্বিশেষে সবাই চুলের স্ট্রেটনিং করতে চায়। এর জন্য বিভিন্ন রকম বিউটি পার্লারের সাহায্য নিয়ে থাকে। এতে প্রচুর পরিমাণে খরচ হয়। আর এই স্ট্রেটনিং খুব বেশি দিন স্থায়ী হয় না তার উপরে চুল ড্যামেজ হয়ে যায় চুল ঝরতে শুরু করে, চুলের ডগা ফাটতে শুরু করে। নানা রকম সমস্যা দেখা দেয়। তাই আজ ঘরোয়া পদ্ধতি শেখাব কিভাবে চুল পার্মানেন্টলি স্ট্রেটনিং করা যায়।
উপকরণঃ ভিতরে জল নড়ছে এরকম একটা গোটা নারকেল, কনফ্লাওয়ার, ক্যাস্টর অয়েল, অ্যালোভেরা, দুধ। যদি কারোর কাছে ক্যাস্টর অয়েল না থাকে তবে নারকেল তেল বা অলিভ অয়েলও চলবে।
পদ্ধতিঃ প্রথমে নারকেলটাকে ভালো করে টুকরো টুকরো করে কেটে পেস্ট করে নিতে হবে। তারপর সেটা থেকে নারকেলের দুধ বার করে নিতে হবে। এবার গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে তাতে এক গ্লাস মত দুধ ঢেলে দুধ টাকে ঘন করতে হবে। দুধ ঘন হয়ে এলে তাতে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নেড়ে পেস্ট বানাতে হবে। তারপর পেস্ট ঠান্ডা হলে এক চামচ অ্যালোভেরা ,দু চামচ ক্যাস্টর অয়েল ভালো করে মিশিয়ে নিতে হবে।
তারপর চুল গুলো ভাগ ভাগ করে নিয়ে তাতে এ পেস্টটা লাগাতে হবে। লম্বা চুল হলে চুলগুলো ঘুরিয়ে ঘুরিয়ে হেয়ার ব্যান্ড এর মত করে নিয়ে তাকে পিন দিয়ে আটকে রাখতে হবে। এরপর একটা টাওয়াল দিয়ে চুলটাকে কভার করে রাখতে হবে। এভাবেই দু ঘন্টা রাখার পর কোন হারবাল শ্যাম্পু দিয়ে চুল টাকে ধরে নিতে হবে। এটা সপ্তাহে 3 বার করে করতে হবে। তাতে চুল পার্মানেন্টলি স্ট্রেট হয়ে যাবে।
Subscribe to:
Post Comments (Atom)
Post A Comment:
0 comments so far,add yours