Rasifol
চন্দ্রাবলী বন্দ্যোপাধ্যায়, ম্যানেজিং এডিটর  দ্য অফনিউজ,সপ্তাহের ষষ্ঠ দিন হলো শুক্রবার। এই দিনের অধিপতি দেবী হল মা লক্ষী এবং অধিপতি গ্রহ হল শুক্র গ্রহ। এই বারে জন্মালে জাতক-জাতিকার শুক্রের প্রভাব একটু বেশি থাকে। এইবারে জন্মানো জাতক-জাতিকাদের ঘরের সাজসজ্জা শপিং এসবের দিকে একটু বেশি ঝোঁক থাকে। এদের মন স্বচ্ছ হয়, এরা সহনশীল বুদ্ধিমান, মিষ্টি স্বভাব, বুদ্ধিমান ও ভাবুক প্রকৃতির হয়ে থাকে। এরা যেকোন সমস্যার সঙ্গে ভালোভাবে মোকাবিলা করতে পারে। এরা জীবনের সমস্ত রকমের সুখ ভোগ করে থাকে। এরা সব সময় অপরকে সাহায্য করার জন্য নিজেকে তৈরী রাখে। এরা খুব রোমান্টিক, চতুর ও খুব ধনী হয়। শিল্পকলা, সংগীত এদের খুব প্রিয় হয়। বিশেষ করে এরা সংগীত খুবই ভালবাসে। এরা দেখতে ফর্সা ও খুব সুন্দর হয়ে থাকে।এরা সাজসজ্জা বা শৃঙ্গার করতে খুব ভালবাসে। এরা যখন কোথাও যায় নিজেকে খুব পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে নিয়ে যেতে ভালোবাসে। এরা খুব পরিচ্ছন্ন হয় এবং পরিপাটি হয়ে থাকতে ভালোবাসে। এরা মিষ্টি কথায় অপরের পেট থেকে কথা বার করে নেয় কিন্তু নিজের কথা কাউকে জানতে দেয় না। এরা খুব চঞ্চল প্রকৃতির হয়। এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে পারে না। এরা একা একা থাকতে পারে না, এরা প্রচুর বন্ধুর সঙ্গ পছন্দ করে, এদের একাধিক বন্ধু হয়। এদের সুগার, গলার সমস্যা, জন্ডিস, চোখের সমস্যা ও জ্বর ইত্যাদির সম্ভাবনা থাকে। এরা প্রশংসা পেতে খুব ভালবাসে তাই যেকোনো কাজ খুব নিষ্ঠার সাথে করে। এদের একাগ্রতা খুব ভালো হয় তাই এরা অনেক ক্ষেত্রে সমস্ত রকম কাজে সাফল্য পায়। এদের একাধিক প্রেম হয় কিন্তু নিজের প্রেমের প্রতি খুব নিষ্ঠাবান হয়। এদের দাম্পত্য জীবন খুব সুখের হয়। এদের শুভবার বুধবার, শুক্রবার। শুভ সংখ্যা 7, শুভ রঙ গোলাপি, কমলা, লাল।


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours