Choto golpo
চন্দ্রাবলী বন্দ্যোপাধ্যায়, ম্যানেজিং এডিটর, দ্য অফনিউজঃ সকাল থেকেই বসার ঘরে পরিস্কারের তোড়জোড়। আমি তো সব দেখেশুনে থ । একি যে মানুষ একটা জলের বোতল ভরে জল খেতে চায় না তার আজ হল কি? নেতানো কুশন গুলো রোদ খাইয়ে বেশ চাঙ্গা করা হয়েছে। ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে সোফা পরিস্কার করছে। টিভির স্ক্রীন পরিস্কার হয়ে গেল। পর্দা পাল্টানো হয়ে গেল। বাজার থেকে নানা রকম মুখোরোচক স্ন্যাক্স এলো। আমি ভাবলাম আজ হল কি মানুষটার? অফিসের লোকজন আসবে, নাকি বন্ধুরা আসবে। কিন্তু তারা এলে সব হ্যাপা আমাকেই তো সামলাতে হয়, সে নিজে কিছুতো করে না? অনেক বার জিজ্ঞাসা করলাম , - হ্যাগো আজ নিজেই সব কিছু করছো যে, কি ব্যাপার!! উত্তরে সে শুধু মিটিমিটি হেসেছে। তারপর ধৈর্যের বাঁধ ভেঙে গেলে যখন রেগে একটা চিৎকার দিলাম , তখন সে বললো, আজ থেকে বিশ্বকাপের খেলা শুরু। অসন্তোষ নিয়ে বললাম, তা এটা এতক্ষণ বলতে কি হয়েছিল? তারপর বললাম,- কিসের বিশ্বকাপ? সে অবাক বিস্ময়ে ,হা করে কিছুক্ষণ আমার দিকে চেয়ে বললো , -সেকি !!! ফুটবলের বিশ্বকাপ , সেটারও খোঁজ রাখো না? আমি বললাম, - তুমি কোন দল কে সাপোর্টার , মোহনবাগান না ইষ্টবেঙ্গল? সে ততধিক বিস্ময়ে আমাকে দেখলো তারপর আমাকে বললো। রান্নাঘরে যাও , অনেকক্ষণ হল বাজার করে এনেছি , মাছ নষ্ট হয়ে যাবে । আমি রেগে বললাম,- নিজেই জানোনা কোন দল ভালো লাগে বা সাপোর্ট করো , সেরকম খেলা দেখার দরকার কি ? বলে রান্নাঘরে চলে গেলাম ।


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours