Sajgoj
চন্দ্রাবলী বন্দ্যোপাধ্যায়, ম্যানেজিং এডিটর,দ্য অফনিউজঃ আমাদের চারিদিকে এত দূষণ , যে যতই সাবধানে থাকিনা কেন তার কিছু প্রভাব পড়বেই , আমার ত্বক বা চুলের উপর । বিশেষ করে যারা অফিস যাত্রী তাদের পক্ষে সম্ভব হয়না ঠিকমত চুল বা ত্বকের যত্ন নেওয়া । তাদের কথা মাথায় রেখে চট জলদি কিছু রেমিডি দিলাম । চুলেরপক্কতায় ও অকাল পতনের ঘরোয়া রেমিডি - ১) এক চা চামচ আমলকি গুড়ো । ২) এক চা চামচ হরিতকি গুড়ো । ৩) এক চা চামচ বহেরা গুড়ো ৪) এক চা চামচ মেহেন্দি পাতার গুড়ো , একসাথে মিশিয়ে একটা লোহার পাত্রে পরিমাণ মত, অল্প গরম জলে ভিজিয়ে রাখুন । এটা ভেজাবেন রাত্রে । সকাল বেলা এটা মাথায় , বিশেষ করে চুলের গোড়ায় ভালো করে লাগান । এক থেকে দেড় ঘন্টা মাথায় রাখুন ( শরীরের পরিস্থিতি অনুযায়ী ) । তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন ভালো করে । সেদিন শ্যাম্পু করবেন না , পরের দিন কোনো হার্বাল শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন । এতে চুল কালো হবে এবং অকাল পতন রোধ হবে । চুল পতনের এটা মহৌষধ । সপ্তাহে দু থেকে তিন দিন লাগাতে হবে । অনেকের চুল পড়ে গেছে , মাথা প্রায় ফাঁকা হয়ে গেছে , হা হুতাশ করছেন হারানো চুলের দুঃখে, তাদের জন্য একটা রেমিডি । চুলের তেল - ১০০গ্রাম নারকেল তেল, চার চা চামচ অলিভ অয়েল, চার চা চামচ বাদাম তেল, দু চা চামচ ক্যাষ্টর অয়েল একসাথে করে মেশাতে হবে । এরপর দু চামচ কালোজিরা গুড়ো, দু চামচ মেথি গুড়ো, কিছু জবাপাতা ও ফুল, আট থেকে দশ কোয়া রসুন থেতো করে নিতে হবে । তারপর একটা প্যানে ঢিমে আঁচে ওই তেলের মিশ্রণটা গরম করুন ও এক এক করে সব গুড়ো বা পাতা, রসুন তেলে মিশিয়ে নাড়তে থাকুন একটু ফুট দিলেই তেলটা নামিয়ে ঠাণ্ডা করতে দিন , এবং একটা কাচের বোতলে ভরে রাখুন । একদিন তৈরি করে রাখলে অনেকদিন চলে যাবে । রাতে ওই তেলটা স্ক্যাল্পে ম্যাসাজ করে লাগান ও পরের দিন শ্যাম্পু করে ফেলুন । এই ভাবে সপ্তাহে দু থেকে তিন দিন লাগান । তিন মাস পরে হাতে নাতে ফল পাবেন । শ্যম্পু অনেক রকম আছে বাজারে, অনেকে নিজের ব্র‍্যান্ড না জেনেই ব্যবহার করেন । সব রকম চুলের জন্য ঘরোয়া কিছু টিপস দিচ্ছি শ্যাম্পু ও কন্ডিশনার বানাবার । শ্যাম্পু - যেদিন শ্যাম্পু করবেন তার আগের দিন রাতে একটা লোহার পাত্রে , ২ চামচ শিকাকাই গুড়ো, ২ চামচ রিঠা গুড়ো ও ২ চামচ সর্ষের খোলের গুড়ো ভিজিয়ে রাখবেন । পরের দিন সকালে ভাল ভাবে ঘেটে ছেঁকে নেবেন । আপনার শ্যাম্পু রেডি । কন্ডিশনার - যেদিন শ্যাম্পু করবেন তার আগের দিন একটা কাঁচের পাত্রে এক কাপ চাল ৩০০ ml জলে ( চুল ঘন লম্বা হলে আরো একটু বেশী ) ভিজিয়ে রাখবেন । পরের দিন চালটা চটকে জলটা ছেঁকে নিতে হবে । শ্যাম্পু করার পর চুল ভালো করে ধুয়ে , মাথা মুছে এই চাল ধোয়া জল দিয়ে চুল ধুতে হবে । ১০ থেকে ১৫ রেখে অন্য জলে চুল ধুয়ে নিতে হবে । এটা চুল সিল্কি করে , চুল লম্বা ও ঘন হয় খুব তাড়াতাড়ি । এবার আসি ত্বকে - সানট্যান খুব সমস্যা আনে । এর থেকে নানা রকম স্পট, বা মেচেতা হতে পারে । তাই এর থেকে রক্ষা পাবার একটা রেমিডি । ত্বকের জন্য - ১)এক চামচ আলুর রস, ২) এক চামচ শশার রস, ৩) হাফ চামচ পাতিলেবুর রস ৪) এক চামচ চাল গুড়ি, ৫) এক চামচ বেসন , একসাথে মিশিয়ে স্নানের যাবার ১০ মিনিট আগে লাগিয়ে রাখুন মুখে , গলায় ও হাতে , ( প্রয়োজন বোধে পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন )। এর পর ভিজে হাতে ধীরে ধীরে দু মিনিট স্ক্রাব করে ধুয়ে ফেলুন । চালের গুড়ি বলিরেখা বা ফাইন লাইনস ও রিমুভ করে দেয় । তাহলে আর দেরী নয় , , আমরা সাজিয়ে নিই নিজেকে মহিলা পুরুষ নির্বিশেষে ।
          
Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours