Vasa dondo
বাবলু বাউরী কবিও লেখকঃ  বাংলা ভাষা রক্ষা নিয়ে কেবলই চিৎকার করলেই হবে না... আগে নিজে বাংলা ভাষার সাহিত্য সংস্কৃতি চর্চা করুন, নিজের সন্তানদের প্রাইভেট ইংরেজি মিডিয়ামে না ভর্তি করে একটা সরকারী বাংলা স্কুলে ভর্তি করান,সেখানে পড়ান। আজ কলকাতার বেশির বাংলা স্কুলে অবস্থাপন্ন ঘরের ছেলে মেয়েরা পড়ছে না কেন? কেন দিনের পর দিন প্রাইভেট স্কুলে লক্ষ লক্ষ টাকা দিয়ে ইংরেজি মাধ্যমে পড়াচ্ছেন? কোথায় কোথায় ছেলে মেয়েরা ইংরেজি বুলি আওড়াচ্ছে...
বাংলা লোক সংস্কৃতি ভুলে গিয়ে বিদেশি সংস্কৃতিকে লালিত করছে। প্রতিদিন সকাল সকাল মেসেঞ্জারে Good Morning, রাতে Good Night , দিয়ে শেষ হচ্ছে। বাংলাকে ইংরেজির উচ্চারনে উচ্চারণ করছে... আর দিকে বাংলা নিয়ে লড়াই করছে। দাদা,সবটায় একটা রাজনৈতিক ঈর্ষা। প্রতিটি ভাষাকে মর্যাদা দেওয়া একজন দায়িত্ব নাগরিকের কর্তব্য। বাংলা ভাষা বিপন্ন আজ থেকে নয়... অনেক আগে থেকেই... তার মূল কারন-অর্থ,আভিজাত্য আর সামাজিক স্টেটাস দেখিয়ে।

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours