Tollyud
সঞ্চারী চট্টোপাধ্যায়, ফিচার রাইটার, কলকাতাঃ Cigarette smoking is injurious to health . It causes cancer " একটি সতর্কবার্তা । আমরা প্রত‍্যেকে সিনেমা হলে , সিগারেটের প‍্যাকেটের গায়ে এই সতর্কবার্তা দেখতে পাই । তারপর সেই প‍্যাকেট থেকেই একটা কাঠি বের করে আগুন ধরাই , এবং কাউন্টারও দিই সঙ্গীকে । পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ‍্যায় এবং নন্দিতা রায় জুটি তাদের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি "কন্ঠ" র বিষয়বস্তু হিসেবে এই সতর্কবার্তাটিই বেছে নিয়েছেন যেটি তামাকমোদী অথচ সুশিক্ষিত মানুষ অবজ্ঞা করে অনায়াসেই , ঠিক অর্জুন মল্লিকের মতোই । ছবিতে অর্জুন মল্লিক পেশায় একজন রেডিও জকি , শব্দ বুনে সে দুরে চলে যাওয়া দুটো সম্পর্ককে কাছাকাছি এনে দিতে পারে সহজেই । এহেন অর্জুন মল্লিকের চূড়ান্ত সাফল‍্যের দিনেই খাদের খবর আসে । যদি বলা হয় শিবপ্রসাদ একজন পরিচালক হিসেবে , একজন অভিনেতা হিসেবে , একজন কন্ঠশিল্পী হিসেবে এক মাইলস্টোন কাজ করেছেন তাহলে বোধহয় বিশেষ ভুল কিছু বলা হবে না । অভিনেতা শিবপ্রসাদকে যোগ‍্য সঙ্গত করেছেন পাওলি দাম এবং জয়া এহসান । স্পিচ থেরাপিস্টের ভুমিকায় জয়া যথাযথ । ছবির প্রথমার্ধ যদি শিবপ্রসাদ নিজের জন‍্য সাজান , দ্বিতীয়ার্ধ তিনি মাঠ সাজিয়েছেন জয়ার জন‍্য । একের পর এক নিখুঁত পাস এবং জয়া এহসানের অসাধারণ কিছু শট । পাওলি দাম গোটা সিনেমায় সেই আবহের চরিত্রে যাকে ছাড়া শিবু বা জয়া কারুর পক্ষেই তাদের চরিত্রের নিখুঁত দৃশ‍্যায়ন সম্ভব হতো না । পার্শ্ব চরিত্রে পরাণ বন্দ‍্যোপাধ‍্যায় এবং কনীনিকার অভিনয় চোখে পড়ার মতো ‌।
ছবির গানগুলিও দর্শক মনে রাখবে অনেক দিন , সে সাহানা বাজপেয়ীর কন্ঠে মায়াভেজা বৃষ্টিদিনে "সবাই চুপ" হোক অথবা অনুপম রায়ের "আলোতে আলোতে ঢাকা" । ল‍্যারিঞ্জেকটমি রোগীর নতুন বর্ণপরিচয়ের সাথে আমাদের পরিচয় করালেন অনিন্দ‍্য চট্টোপাধ‍্যায় এবং প্রশ্মিতা পাল যেখানে 'অ' তে "অজানা দ্বীপ কেউ ডাকছে" এবং 'আ' তে "আলোর টিপ ডাকবাক্সে" । এই ছবি সর্ব অর্থেই আলোয় ফেরার গল্প , ইতিবাচকতার , হেরে না যাওয়ার গল্প । তাই এ কন্ঠের গল্প শেষ হয় নজরুলের সেই অমোঘ বাণী দিয়ে "আমি চির উন্নত শির" । ছবিটি এ সপ্তাহে ষষ্ঠ সপ্তাহে পড়লো । যারা এখনও দেখেননি তারা একবার হলে গিয়ে দেখে আসুন । এই ছবিকে একশোয় নব্বই দেওয়াই যায় ।


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours