সুকন্যা পাল, সাংবাদিক, কলকাতাঃ
একশোতম বছরে মাত্র পঁচিশতম জন্মদিন! না না এটা কোনও ভুল নয়। একান্ত
নিরুপায়ে। আসলে তাঁর যে প্রতিবছর জন্মদিন পালন করাই সম্ভব নয় ক্যালেন্ডার
মতে।
আমেরিকার বাসিন্দা ডেইসি বেলের জন্ম ২৯ ফেব্রুয়ারি ১৯১৬ সালে। তাই
পৃথিবীর সবচেয়ে প্রবীণা লিপ ইয়ার বেবী হলেন তিনি। এখনও পর্যন্ত ২০১৬ সালে তাঁর
২৫ তম জন্মদিন পালন করা হয়েছিল মহা ধুমধাম করেই। তাঁর বন্ধুবান্ধব সহযোগে এক
জমকালো নৈশ্য ভোজেরও আয়োজন করা হয়েছিল এযাবৎ শেষতম লিপ ইয়ারের দিনে।
সেদিন তিনি বলেছিলেন, ‘আমার জন্মদিনে আমি বিশ্বের প্রবীণা লিপ ইয়ার বেবী। এটাই
আমি সেলিব্রেট করছি। দারুণ এক অনুভুতি।’
Post A Comment:
0 comments so far,add yours