চন্দ্রাবলী বন্দ্যোপাধ্যায়, ম্যানেজিং এডিটর, দ্য অফ নিউজঃ
বৃহস্পতিবার জন্ম হলে কিছু বিশেষ প্রশংসনীয় কিছু চারিত্রিক বৈশিষ্ট্য থাকে।
এটি সপ্তাহের পঞ্চম দিন। এই দিনের পতি পতি দেবতা হল বৃহস্পতি। এই বারে জন্মালে জাতক-জাতিকারা বিচক্ষণ ও সাহসী হয়ে থাকে।এরা খুব দয়ালু সাহসী হয়ে থাকে এবং খুব আবেগপূর্ণ হয়ে থাকে আবেগের বশবর্তী হয়ে এরা যে কোন কাজ সহজে করে ফেলতে পারে। এটা লম্বা ফর্সা ও সুন্দর হয়ে থাকে। এদের 7, 12, 13, 16 ও 30 বছর বয়সে কিছু সমস্যা আসে এবং নিজেরাই সে সমস্যা অতিক্রম করে বেরিয়ে আসতে পারে। এরা খুব উৎসাহের সঙ্গে জীবনটাকে উপভোগ করে ভবিষ্যতের কথা খুব কম ভাবে। বর্তমানকে নিয়ে বেশি মাথা ঘামায়।
বৃহস্পতিবার জন্মানো মেয়েরা ঈশ্বরের প্রতি ভক্তি হয়ে থাকে এবং পূজা-অর্চনা থেকেও এরা খুব মনোযোগী হয়ে থাকে।
এটা খুব দয়ালু হয়ে থাকে এবং অনেক মানুষকে অনেক সাহায্য করে, উপকার করে। পরবর্তীকালে হীরা লোভের বশবর্তী হয়ে পড়ে। লিভার, আর্ট জনিত অসুখে ভুগতে পারে এবং হঠাৎ চেহারা স্থূল হয়ে যেতে পারে। তাই শরীরের প্রতি প্রতি বিশেষভাবে যত্ন নেওয়া উচিত। এটা খুব চিন্তাশীল ও বুদ্ধিমান হয়ে থাকে। এরা সাধারনত ধার্মিক, দার্শনিক, পত্রকার রাজনীতিবিদ, লেখক প্রভৃতিতে সাফল্য লাভ করে থাকে। এরা যাকে জীবনসঙ্গিনী হিসেবে নির্বাচন করে সর্বদাই তার সঙ্গ দিয়ে থাকে। তাই বিবাহিত জীবন সুখের হয়। এদের শুভ সংখ্যা 4 ও শুভ রঙ হলুদ এবং শুভবার বৃহস্পতিবার, মঙ্গলবার।
Subscribe to:
Post Comments (Atom)
Post A Comment:
0 comments so far,add yours