মোনালিসা মুখোপাধ্যায়, ফিচার রাইটার, হুগলিঃ    সেদিন  বিকেলে ফিরছি বাড়ির পথে।পথের ধারে একটা বস্তি পড়ে। ওটারই পাশ দিয়ে যাবার সময় দেখি এক মা তার বছর দশ এর মেয়েকে খুব বকছে "ফুলমনি রোজ বলিস ভাল লাগে না রোজ বলবি যাবো না। কেন যাবি না? কী ভাল লাগে তোর?" ভাবলাম আহারে মেয়েটা স্কূল যাবে না তাই বকা খাচ্ছে। বাড়ির দিকে তাকিয়ে দেখি লাল ফিতে বাধা একটা ছোট্ট মেয়ে জলে ভরা চোখ মুছছে। ওর মা টালির চালে শাড়ি মেলতে মেলতে বলছে আর যেন না শুনি যাবো না।  কী মনে হলো ওর মা কে ডেকে বললাম "শোনো ওভাবে বকলে ও স্কূল এ যেতে ভয়ই পাবে। বুঝিয়ে বলো ঠিক যাবে। ওর মা ঘেমে যাওয়া মুখ মুছে আমার দিকে তাকালো। তারপর বললো "ইস্কুল নয় গো দিদি আমার পাঁচ বাড়ি  কাজ। দুটো বাড়ি ও করে।  কিছুতেই যেতে চায় না। বলে ভাল লাগে না। জানিনা কী ভাল লাগে ওর। বকাবকি করবো না তো কী করবো বলো? পেট চলবে কি করে?  আমার কাছে উত্তর ছিলো না। 
ওই লাল ফিতে বাধা ছোট্ট মেয়ের মতো আমারও একদলা কান্না গলা তে আটকে গেলো। একটা স্কুল ভ্যান যাচ্ছে  তাতে বাচ্ছাদের কলতান। ওটার দিকে তাকিয়ে ফুলমণি বলে আমি ওদের সাথে যাব।  মা টেনে তাকে নিয়ে যেতে যেতে বলে ওসব আর বলবি না কোনদিন। ওই স্কুলের  পাঁচিল পেরিয়ে বইখাতার দুনিয়ায় তার কেন যাওয়া হল না, উত্তর দেবে কি এই সমাজ?  শিশুশ্রমিক নিয়ে বড় বড় কথা বলা হয়। কিন্তু দিন পাল্টেছে কি?


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours