Road
রিয়ান পাত্র, সাংবাদিক, মুর্শিদাবাদঃ দীর্ঘদিন দুয়োরানি হয়েই পড়েছিল রাস্তাটি। রাস্তা তো নয়, যেন যাত্রীদের মৃত্যুফাঁদ। বহু অনুনয়ে অবশেষে রাস্তা মেরামত হল। কিন্তু একি? মেরামতির কাজ মাসান্ত না কাটতেই রোড যে রাক্ষুসে আকার ফের ধারণ করতে শুরু করে। আর তাতেই ঘৃতাহুতি স্থানীয় বাসিন্দাদের আচরণে। প্রশ্ন উঁকি দেয় নানা অসঙ্গতির। নিম্নমানের দ্রব্য ব্যবহার করা হচ্ছে রাস্তা তৈরির কাজে। এই অভিযোগ তুলে প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা তৈরির কাজ বন্ধ করে দিল গ্রামের মানুষ। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার কান্দি থানার মনিগ্রামে। মোনিগ্রাম মোড় থেকে মসড্ডা মোড় পর্যন্ত রাস্তা তৈরির কাজের শেষে পর্যায়ের কাজ চলছে। পীচের কাজ সুরু হতেই সাধারণ মানুষের চক্ষু চড়ক গাছ। হাতে করেই উঠে যাচ্ছে পীচ রাস্তা।
এলাকার মানুষ ক্ষোভের সঙ্গে জানিয়েছেন, বার বার প্রশাসনিক আধিকারীকদের জানিয়েও কাজ হয়নি। দীর্ঘদিন আন্দোলনের ফলে কান্দির সাথে বড়ঞা ব্লকের সংযোগ কারি এই রাস্তার অনুমোদন হয়েছে। আমরা চাই আধিকারিকদের উপস্থিতিতে রাস্তার কাজ হোক। রাস্তা তৈরির কাজে এতটাই নিম্ন মানের দ্রব্য ব্যাবহার করা হচ্ছে তা আমরা মেনে নেবনা। প্রয়োজনে বৃহত্তম আন্দোলনের পথে হাঁটবো।


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours